Ustad Rashid Khan Demise: ‘আমাকে বলত, তুমি আমার মা’, রাশিদের মৃত্যুর খবরে বললেন শোকাহত মমতা

Last Updated:

Ustad Rashid Khan Demise: মমতা শেষে বললেন, ‘বছরটা শুরু হল একটা বেদনার দিন দিয়ে৷ আমার রাশিদের মুখটা বড় মনে পড়ছে৷’

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: ‘আমি ভাবতে পারছি না, রাশিদ নেই৷ আমার গায়ে কাঁটা দিচ্ছে৷’ রাশিদ খানের মৃত্যুর পর শোকাহত মমতা বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বললেন৷ মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিট নাগাদ হাসপাতালে প্রয়াত হন রাশিদ খান৷ বেরিয়ে এসে, মমতা বললেন, কতটা আত্মীয়তা ছিল তাঁর সঙ্গে রশিদের পরিবারের৷
মমতা প্রথমেই বেরিয়ে এসে বলেন, ‘আমি গঙ্গাসাগরে ছিলাম৷ সেখান থেকে এলাম জয়নগর৷ তখন থেকেই একটু একটু খবর পাচ্ছিলাম৷ তার পর আমি তো নবান্নে এলাম৷ নবান্ন থেকে পরিস্থিতি অবনতি হওয়ার খবর পাই৷ আমি তার পর সরাসরি হাসপাতালে চলে আসি৷ আমি তখনও জানতাম না৷ রশিদের প্রয়াণের খবরে আমি হতবাক৷ আমাকে বলত, তুমি আমার মা৷’
advertisement
আরও পড়ুন – Ustad Rashid Khan Demise: সঙ্গীত জগতে ইন্দ্রপতন! পৃথিবী ছেড়ে অন্য সুরলোকে উস্তাদ রাশিদ খান, ৫৫-তেই সব শেষ
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘গোটা দেশ ওস্তাদ রাশিদ খানকে চেনে৷ সন্তান ও স্ত্রী রয়েছেন৷ ওঁরা হয়ত ভাবছেন, ওঁরা অভিভাবকহীন হল, কিন্তু না, আমি আছি, অভিভাবক হিসাবে৷ সবসময় ওদের পাশে থাকব৷ ওর ছেলেকে ভাল করে প্রশিক্ষণ দিয়েছে৷ আমার এই কথাগুলো বলতে বলতে গায়ে কাঁটা দিচ্ছে৷ কিন্তু কিছু তো করার নেই৷ ও আমাকে ব্যক্তিগত ভাবে এত ভালবাসত৷ ওকে আমি বিদেশের চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম৷’
advertisement
advertisement
মমতা বলেন, ‘আমাকে মাঝে মাঝে ও ফোনে ভয়েস মেসেজ পাঠাত৷ ও যখন অসুস্থ, আমাকে মেসেজ পাঠাত৷ জিজ্ঞাসা করত, দিদি তুমি কেমন আছো? আমার বাড়িতে এসো? আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল৷ শুনলাম কালকে রাত পর্যন্ত গল্প করেছে৷ আমি তো ভাবতে পারিনি৷ তার পর খবর পেয়ে ছুটতে-ছুটতে আসছি৷’ শোকে গলা ধরে আসছিল মুখ্যমন্ত্রীর৷ তাঁর সঙ্গে রাশিদ খানের আত্মীয়তার সম্পর্কে এর আগেও বারবার সকলেই চোখে পড়েছে৷ কিন্তু এই বয়সে রাশিদের মৃত্যুতে মমতা শেষে বললেন, ‘বছরটা শুরু হল একটা বেদনার দিন দিয়ে৷ আমার রাশিদের মুখটা বড় মনে পড়ছে৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ustad Rashid Khan Demise: ‘আমাকে বলত, তুমি আমার মা’, রাশিদের মৃত্যুর খবরে বললেন শোকাহত মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement