Ustad Rashid Khan Demise: ‘আমাকে বলত, তুমি আমার মা’, রাশিদের মৃত্যুর খবরে বললেন শোকাহত মমতা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Ustad Rashid Khan Demise: মমতা শেষে বললেন, ‘বছরটা শুরু হল একটা বেদনার দিন দিয়ে৷ আমার রাশিদের মুখটা বড় মনে পড়ছে৷’
কলকাতা: ‘আমি ভাবতে পারছি না, রাশিদ নেই৷ আমার গায়ে কাঁটা দিচ্ছে৷’ রাশিদ খানের মৃত্যুর পর শোকাহত মমতা বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বললেন৷ মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিট নাগাদ হাসপাতালে প্রয়াত হন রাশিদ খান৷ বেরিয়ে এসে, মমতা বললেন, কতটা আত্মীয়তা ছিল তাঁর সঙ্গে রশিদের পরিবারের৷
মমতা প্রথমেই বেরিয়ে এসে বলেন, ‘আমি গঙ্গাসাগরে ছিলাম৷ সেখান থেকে এলাম জয়নগর৷ তখন থেকেই একটু একটু খবর পাচ্ছিলাম৷ তার পর আমি তো নবান্নে এলাম৷ নবান্ন থেকে পরিস্থিতি অবনতি হওয়ার খবর পাই৷ আমি তার পর সরাসরি হাসপাতালে চলে আসি৷ আমি তখনও জানতাম না৷ রশিদের প্রয়াণের খবরে আমি হতবাক৷ আমাকে বলত, তুমি আমার মা৷’
advertisement
আরও পড়ুন – Ustad Rashid Khan Demise: সঙ্গীত জগতে ইন্দ্রপতন! পৃথিবী ছেড়ে অন্য সুরলোকে উস্তাদ রাশিদ খান, ৫৫-তেই সব শেষ
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘গোটা দেশ ওস্তাদ রাশিদ খানকে চেনে৷ সন্তান ও স্ত্রী রয়েছেন৷ ওঁরা হয়ত ভাবছেন, ওঁরা অভিভাবকহীন হল, কিন্তু না, আমি আছি, অভিভাবক হিসাবে৷ সবসময় ওদের পাশে থাকব৷ ওর ছেলেকে ভাল করে প্রশিক্ষণ দিয়েছে৷ আমার এই কথাগুলো বলতে বলতে গায়ে কাঁটা দিচ্ছে৷ কিন্তু কিছু তো করার নেই৷ ও আমাকে ব্যক্তিগত ভাবে এত ভালবাসত৷ ওকে আমি বিদেশের চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম৷’
advertisement
advertisement
মমতা বলেন, ‘আমাকে মাঝে মাঝে ও ফোনে ভয়েস মেসেজ পাঠাত৷ ও যখন অসুস্থ, আমাকে মেসেজ পাঠাত৷ জিজ্ঞাসা করত, দিদি তুমি কেমন আছো? আমার বাড়িতে এসো? আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল৷ শুনলাম কালকে রাত পর্যন্ত গল্প করেছে৷ আমি তো ভাবতে পারিনি৷ তার পর খবর পেয়ে ছুটতে-ছুটতে আসছি৷’ শোকে গলা ধরে আসছিল মুখ্যমন্ত্রীর৷ তাঁর সঙ্গে রাশিদ খানের আত্মীয়তার সম্পর্কে এর আগেও বারবার সকলেই চোখে পড়েছে৷ কিন্তু এই বয়সে রাশিদের মৃত্যুতে মমতা শেষে বললেন, ‘বছরটা শুরু হল একটা বেদনার দিন দিয়ে৷ আমার রাশিদের মুখটা বড় মনে পড়ছে৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2024 4:53 PM IST