‘ভবিষ্যত্ আরও উজ্জ্বল হোক, দায়িত্ববান নাগরিক হয়ে ওঠো’, মাধ্যমিকে সাফল্যের জন্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
File Photo: PTI)
রেজাল্ট বেরনোর পরই মাধ্যমিক উত্তীর্ণদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ৷ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷
#কলকাতা: অপেক্ষার অবসান৷ প্রকাশিত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। রেজাল্ট বেরনোর পরই মাধ্যমিক উত্তীর্ণদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ৷
ট্যুইটার মুখ্যমন্ত্রী লেখেন, ‘সমস্ত সফল মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম অ্যাকাডেমিক মাইলস্টোন অতিক্রম করার জন্য অভিনন্দন ৷ এই কঠিন সময়ে যা খুবই গুরুত্বপূর্ণ ৷ তোমাদের মা-বাবা ও শিক্ষকদের সাহায্যে তোমরা ভবিষ্যতে আরও ভাল কর ৷ আরও উজ্জল হোক ভবিষ্যত্ ৷ আগামী দিনে তোমরা দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠো এই কামনা করি ৷’
To all successful Madhyamik candidates, congratulations for having crossed your first academic milestone, especially in these trying times. With continued support from your parents and teachers, may you do well in the future and become responsible and caring citizens.
মাধ্যমিক উত্তীর্ণদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও ৷ ট্যুইট করে তিনি লিখেছেন, ‘মাধ্যমিকের সফল পরীক্ষার্থীদের অভিনন্দন। রাজ্যকে গর্বিত করার ক্ষমতা ও প্রতিভা তোমাদের সকলের মধ্যে রয়েছে। ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা। সফল পরীক্ষার্থীদের পাশে থেকে সঠিক পথ দেখানোর জন্য শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন।’
ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result)
এদিন সকাল দশটায় প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবছর পাসের হার নতুন রেকর্ড গড়েছে। পাসের হার বেড়ে হয়েছে ৮৬.৩৪ শতাংশ। মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছেন ৮৪ জন ৷
মাধ্যমিকের লিখিত পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এবারে পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ ৩৫ হাজার। ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ ৷