Mamata Banerjee: ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে...', মণিপুর প্রসঙ্গে তীব্র কটাক্ষ, মোদিকে বিস্ফোরক আক্রমণ মমতার

Last Updated:

Mamata Banerjee: বিধানসভায় আজ মণিপুর প্রসঙ্গে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এখনও কেন মণিপুর যাচ্ছেন না সেই প্রশ্ন তুলে মমতা বলেন, ‘‘আমি আমার দলের প্রতিনিধিদের পাঠিয়েছিলাম।'

মণিপুর নিয়ে উদ্বেগে মমতা৷
মণিপুর নিয়ে উদ্বেগে মমতা৷
কলকাতা: বিধানসভায় আজ মণিপুর প্রসঙ্গে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও কেন মণিপুর যাচ্ছেন না সেই প্রশ্ন তুলে মমতা বলেন, ‘‘আমি আমার দলের প্রতিনিধিদের পাঠিয়েছিলাম। তাঁরা মানুষের সঙ্গে কথা বলেছেন। মণিপুরকে রক্ষা করতে হবে। এটা আমাদের সাংবিধানিক কর্তব্য। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে প্রস্তাব এনেছি। বাকি বিরোধীদেরও আনতে বলব।’’
মমতা আরও বলেন, মণিপুর নিয়ে ‘‘সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত। প্রধানমন্ত্রী বিদেশে যেতে পারেন, মণিপুরে যেতে পারেন না। শান্তি এবং আলোচনার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হয়। প্রধানমন্ত্রী না পারলে আমাদের দায়িত্ব দিন। আমরা শান্তি ফেরাব মণিপুরে।’’
advertisement
প্রধানমন্ত্রী তথা মোদি সরকারকে তীব্র কটাক্ষ করে মমতার আক্রমণ, ‘‘বাংলা এগোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না। বেটি পড়াও, বেটি জ্বালাও। বাংলাকে গালাগালি দেয়। একশোর বেশি দল পাঠিয়েছে। এ বার থেকে আমিও টিম পাঠাব। ইঁদুর-বিড়াল কামড়ালেও কমিটি আসছে। ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে সব কেসের বিচার হবে।’’
advertisement
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “মণিপুর বিষয়টি আলোচনা হলে গঠনমূলক আলোচনা হবে। দেশ আজ আমাদের দিকে তাকিয়ে আছে। ঝগড়াঝাটির কথা বলছি না। মণিপুর সংবেদনশীল বিষয়।’’ মণিপুর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি লিখেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আমি লিখেছিলাম কারণ, আমি স্বরাষ্ট্রটা বুঝি। আমি শান্তির কথা বলতে যাচ্ছিলাম। লজ্জা করে না গুলি চালায়।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে...', মণিপুর প্রসঙ্গে তীব্র কটাক্ষ, মোদিকে বিস্ফোরক আক্রমণ মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement