Medicine Price Hike: জ্বরের প্যারাসিটামল থেকে ক্যানসারের ওষুধ, চড় চড় করে বাড়ছে দাম! প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল

Last Updated:

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, যেটা কেন্দ্রের অধীনস্থ, সেই সংস্থা ৭৪৮'টি সিডিউল ওষুধ ও ৮০'টি নন-সিডিউল ওষুধের দাম গত পয়লা এপ্রিল, মঙ্গলবার থেকে বৃদ্ধি করেছে । যার সরাসরি প্রভাব এসে পড়েছে গরিব ও মধ্যবিত্ত মানুষের উপর।

News18
News18
কলকাতা: ক্যানসার, হার্ট, প্রেশার থেকে শুরু করে প্যারাসিটামল- একের পর এক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি । জানালেন, ওষুধের এই মূল্যবৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না । একই সঙ্গে সাংগঠনিকভাবে তৃণমূলকেও এই ইস্যুতে রাজপথে নামার নির্দেশও দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, যেটা কেন্দ্রের অধীনস্থ, সেই সংস্থা ৭৪৮’টি সিডিউল ওষুধ ও ৮০’টি নন-সিডিউল ওষুধের দাম গত পয়লা এপ্রিল, মঙ্গলবার থেকে বৃদ্ধি করেছে । যার সরাসরি প্রভাব এসে পড়েছে গরিব ও মধ্যবিত্ত মানুষের উপর।
এর প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, আজ ও আগামিকাল রাজ্যের প্রতিটি ব্লকে বিকেল চারটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মিছিল ও প্রতিবাদ সভা হবে। সাধারণ মানুষকেও এই বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মানুষ চিকিত্‍সা করবে কোথা থেকে’? ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে তাই এবার পথে নামছে তৃণমূল।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘৬ তারিখে রামনবমী আমি কিছু করব না। শান্তিপূর্ণ হোক। ৪ আর ৫  শুক্রবার এবং শনিবার বেলা ৪ থেকে ৫টা, এক ঘণ্টা প্রতি ব্লকে ব্লকে ওয়ার্ডে, ওয়ার্ডে. মিছিল মিটিং হবে।’’ স্বাস্থ্যবিমাতেই বা কেন জিএসটি? সে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
advertisement
তিনি বলেন, ‘‘কেউ বাড়ির জন্য লোন নিলে তার উপর জিএসটি বাড়িয়ে দিচ্ছে, তেমননি স্বাস্থ্য বিমাতেও জিএসটি চালু করেছে। আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম, স্বাস্থ্য হল মানুষের সম্পদ। স্বাস্থ্যে বাধা নিষেধ আরোপ করে করের আওতায় আনা উচিত নয়। আমরা জিএসটি করে দিয়েছিলাম, একটাই শর্তে, জিএসটিতে আমাদের প্রাপ্য় টাকা পাব। কিন্তু সেটা তো হচ্ছে না। কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য!’’
advertisement
মুখ্যমন্ত্রী বলেন,  ‘‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, , যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে। এটা কেন্দ্রীয় সরকারি সংস্থা। ৭৪৮ টা ওষুধের দাম, যা গবীর মানুষকে কেনে, ৮০ জীবনদায়ী ড্রাগ, পয়লা এপ্রিল থেকে দাম বাড়িয়ে দিয়েছে। এইসব ওষুধ কেনে কারা? গবীর মানুষ, সাধারণ মানুষ, যাঁদের ক্ষমতা নেই বড় বড় হাসপাতালে গিয়ে প্রাইভেটে চিকিত্‍সা করার, বিদেশে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে চিকিত্‍সা করার, তাঁদের জন্য এই ওষুধ গুলি কাজে লাগে। আমি হতবাক। চিকিত্‍সা করবে কোথায় থেকে মানুষ? ডাক্তার যখন এই ওষুধ গুলি দেবে, কাউকে ৯৭ শতাংশে কিনতে হবে, কাউকে ৫৭ শতাংশে কিনতে হবে, কাউকে ৪০ শতাংশে কিনতে হবে।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Medicine Price Hike: জ্বরের প্যারাসিটামল থেকে ক্যানসারের ওষুধ, চড় চড় করে বাড়ছে দাম! প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement