Mala Roy on Fake Vaccination: টিকা জালিয়াতদের শিকড় অনেক গভীর, জনপ্রতিনিধিদের সতর্ক হওয়ার বার্তা মালা রায়ের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মালা রায় (Mala Roy) বলেন, "কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের পর জনপ্রতিনিধিদের সতর্ক হওয়া উচিত।"
#নয়াদিল্লি: কসবার ভ্যাকসিন জালিয়াতি-কাণ্ড (Kasba Fake Vaccination Case) নিয়ে তৃণমূল (AITMC)-বিজেপির (BJP) অভিযোগ, পাল্টা অভিযোগের পারদ ক্রমশ বেড়েই চলেছে। তার মধ্যেই নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মালা রায় (Mala Roy) বলেন, "কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের পর জনপ্রতিনিধিদের সতর্ক হওয়া উচিত। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) সমাজসেবা মূলক কাজে উৎসাহ দিতে গিয়ে ভুুয়ো ভ্যাকসিনের (Vaccin Fraud) শিকার হয়েছেন। সমস্যায় পড়েছেন।" তাঁর আশঙ্কা, "কার ছবি দেখিয়ে, নাম ভাঙিয়ে জালিয়াতরা দুস্কর্ম করবেন, কেউ জানে না। খুঁজলে কলকাতার বুকে এমন আরও অনেক অপরাধীর সন্ধান মিলতে পারে। তাই এ বার সাবধান হতেই হবে।"
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) আগেই অভিযোগ করেছিলেন অন্যান্য অনেক বিষয়ের মত জীবনদায়ী ভ্যাকসিন নিয়েও তৃণমূল (AITMC) এ বার সিন্ডিকেট ব্যবসা শুরু করেছে। এ দিন আরও একধাপ এগিয়ে দিলীপ ঘোষ এবং বিজেপির নেতা সায়ন্তন বসু দাবি তোলেন, সিবিআই তদন্তের। তাঁদের মতে জীবনদায়ী ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি চলছে তার সমাধানের জন্য অবিলম্বে সিবিআই তদন্ত প্রয়োজন। যদিও তৃণমূল এই দাবিকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ।
advertisement
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সংসদ তথা কলকাতা পুরসভার বিদায়ী চেয়ারপার্সন মালা রায় তাঁর দিল্লির বাসভবনে বসে জানান, "বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মনে রাখতে হবে, পুরসভার স্থানীয় প্রতিনিধি সুশান্ত ঘোষই বিষয়টি সামনে আনেন। তিনিই পুলিশে অভিযোগ দায়ের করেন। সাংসদ মিমি চক্রবর্তীও প্রতারিত হয়েছেন। তাই বিজেপি'র অভিযোগ এবং এই দাবি নেহাত ভিত্তিহীন। পুরো ঘটনার তদন্তও হচ্ছে সঠিকভাবেই। মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকেও এর যথাযথ তদন্ত হচ্ছে। কেউ জড়িত থাকলে নিশ্চয় শাস্তি পাবেন।"
advertisement
advertisement
তবে ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে তদন্তের জন্য সিবিআইকে তদন্ত করতে হবে, এমন বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে একেবারেই নারাজ। তাঁর মতে, "সব বিষয়ের জন্য যদি সিবিআই তদন্ত করা হয়, তাহলে সিবিআইয়ের গুরুত্ব কমে যায়।" আরও একধাপ এগিয়ে মালা রায় বলেন, "এই মুহূর্তে বিজেপির নিজেদের দলের জন্যে সিবিআই তদন্তের বেশি প্রয়োজন। কারণ ভবিষ্যতে কতজন হেভিওয়েট বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে পারেন, সেটা নিয়ে আগে সিবিআই তদন্ত করাক বিজেপি।"
advertisement
Rajib Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2021 7:05 PM IST