Mahua Moitra: মহুয়া মৈত্রকে কী ঘটল সংসদে! অভিষেকের মন্তব্যে বড় ইঙ্গিত! তোলপাড়
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mahua Moitra: মহুয়া ইস্যুতে ফের মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: আজ থেকে শুরু সংসদে শীতকালীন অধিবেশন৷ আর এই অধিবেশনের প্রথম দিনেই নজরে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল কংগ্রেসের শঙ্কা কোনও আলোচনা ছাড়াই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে৷ তিন রাজ্যে ব্যাপক জয়ের প্রভাব কি পড়তে চলেছে এই সিদ্ধান্তে? এই নিয়ে যখন তুঙ্গে শোরগোল, তখন মহুয়াকে নিয়ে রিপোর্টই পেশ হল না। কারণ, বসপা সাংসদ দানিশ আলির দাবি, তাঁর দেওয়া চিঠির প্রেক্ষিতে রিপোর্ট পেশ হয়নি। রিপোর্টে দানিশ আলির নাম উল্লেখ করা হয়েছে বলে দাবি। নিয়ম অনুযায়ী এমনটা করা যায় না বলে স্পিকারকে চিঠি দিয়েছেন দানিশ।
এদিকে, মহুয়া ইস্যুতে ফের মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বলেন, ”দল পাশে থাকলেও লড়তে হবে নিজেকেই।” দলের প্রবীণ নেতাদের উদ্দেশ্যেও তিনি বলেন, ”প্রবীণদের অভিজ্ঞতা প্রত্যেকটা দলের জন্যই প্রয়োজন। ধর্মকে হাতিয়ার করে যারা রাজনীতি করে, তারা দেউলিয়া।”
advertisement
advertisement
এদিকে, মহুয়া ইস্যুতে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা কার্যত এক ছাতার তলায় এসেছে৷ এই অবস্থায় মহুয়া নিয়ে সংসদে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, সেদিকে সকলের নজর থাকবে৷ তবে ইতিমধ্যেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন, কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে৷ আর এতেই রাজনৈতিক আক্রমণের সুর চড়িয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে সংসদের অধ্যক্ষকে চিঠি দিয়ে মহুয়া ইস্যুতে পুনরায় ভাবার কথা জানিয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
advertisement
প্রসঙ্গত এথিক্স কমিটির মুখোমুখি হয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। সেখানে তাঁকে যে প্রশ্ন করা হয়, সেই প্রশ্ন যথেষ্ট অসম্মানজনক ছিল বলে আগেই জানিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ৷ তাঁর পাশে দাঁড়িয়েছেন একাধিক সাংসদ৷ এছাড়া শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকেও, সুদীপ বন্দোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন, তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার দুই নেতা মহুয়া ইস্যুতে সংসদে আলোচনা না করে, কোনও সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়, সেদিকে দেখার আবেদন জানিয়েছেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 04, 2023 1:22 PM IST










