Madhyamik Results 2022: কলকাতার সেরা শ্রুতর্ষি,'ছোট থেকেই খুব ভাল পড়াশুনায়,দারুণ Quizকরত' গর্বিত পাঠ ভবনের প্রধান শিক্ষিকা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Madhyamik Result| 4th from Kolkata, Patha Bhaban School: ছোট থেকেই পড়াশুনায় খুব ভাল, ওকে নিয়ে প্রত্যাশা ছিলই, বলছেন পাঠভবনের হেডমিস৷
#কলকাতা: মাধ্যমিকের ফলাফল প্রকাশ৷ কলকাতা থেকে চতুর্থ শ্রুতর্ষি ত্রিপাঠী৷ কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র৷ মন্টেসরি থেকেই পাঠভবনের ছাত্র শ্রুতর্ষি৷ খুবই মেধাবী ছাত্র৷ ছোট থেকেই লেখাপড়ায় খুব মনোযগী , বলছেন পাঠভবনের প্রধান শিক্ষিকা শুভা গুপ্ত৷ স্কুলের ছাত্রের এই দুর্দান্ত রেজাল্টে খুব খুশি তিনি৷
advertisement

আমাদের স্কুলে ছোট থেকেই পড়ছে শ্রতর্ষি৷ মেধাবী ছাত্র৷ ওর থেকে প্রত্যাশা ছিলই৷ ভেবেছিলাম ভাল ফল করবে৷ তাই হয়েছে৷ খুব খুশি আমি৷ বলছেন গর্বিত স্কুল প্রিন্সিপাল৷
advertisement
শ্রুতর্ষির বাবা ফিজিক্স-এর অধ্যাপক৷ পড়াশুনার পাশাপাশি খুব ভাল কুইজ, ডিবেট করত শ্রুতর্ষি, জানিয়েছেন শুভাদি৷ স্কুলের আরও কয়েকজন পড়ুয়া যাদের থেকে প্রত্যাশা ছিল, তারাও ভাল ফল করেছে, জানিয়েছেন পাঠভবনের হেড মিস৷ মাধ্যমিকের সেরার তালিকায় প্রতিবারই পাঠভবনের নাম যুক্ত হয়৷ ভাল ফল করে স্কুল৷ এবার শ্রুতর্ষি স্কুলের নাম উজ্জ্বল করেছে৷
রেজাল্ট ঘোষণার পরই শুভাদিকে ফোন করেন শ্রুতর্ষির বাবা৷ শ্রুতর্ষির সঙ্গে কথাও হয়৷ তবে কলকাতার সেরাকে নিয়ে আপাতত মেতে রয়েছে সংবাদমাধ্যম৷ এখন সে ব্যস্ত সাক্ষাৎকার দিতে৷ তাই স্কুলে আসতে একটু দেরি হবে৷ তবে স্কুলে এসে সব শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করবে শ্রুতর্ষি৷ কারণ এই স্কুলেই তৈরি হয়েছে তাঁর পড়াশুনার ভিত৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের খুবই স্নেহের পাত্র সে৷
advertisement
গত ২ বছর খুব খারাপ গিয়েছে৷ কোভিডের জন্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা হয়নি৷ অনলাইন ক্লাস হয়েছে৷ সে সব দুঃখ ভুলিয়ে দিল মাধ্যমিকে স্কুলের রেজাল্ট, স্বীকার করে নিলেন পাঠভবনের প্রধান শিক্ষিকা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2022 10:04 AM IST