Manoj Tigga Meets Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপি বিধায়ক! দলবদল নয়, হল সৌজন্যের নজির

Last Updated:

Manoj Tigga Meets Partha Chatterjee: বঙ্গ রাজনীতির হারিয়ে যেতে বসা ঐতিহ্যকেই যেন বুধ বিকেলে ফিরিয়ে আনলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক।

#কলকাতা: সমালোচকরা প্রায়ই বলেন সৌজন্য, ঐতিহ্য হারিয়েছে বঙ্গ রাজনীতি। পারস্পরিক শ্রদ্ধা আর সুসম্পর্ক যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলার রাজনীতি থেকে। সেই প্রেক্ষাপটেই বুধবার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করলেন বিজেপির উত্তর বঙ্গের বিধায়ক মনোজ টিগ্গা।
বঙ্গ রাজনীতির হারিয়ে যেতে বসা ঐতিহ্যকেই যেন বুধ বিকেলে ফিরিয়ে আনলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক। বুধবার ছিল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের পরলৌকিক ক্রিয়াকর্মের অনুষ্ঠান। বিরোধী রাজনৈতিক দলের প্রথম সারির নেতা ও বিধায়ক হয়েও রাজ‍্যের শাসক দলের দাপুটে মন্ত্রীর মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মনোজ টিগ্গা। রাজনীতির ঊর্ধ্বে উঠে স্থাপন করলেন এক নতুন নজির। সাম্প্রতিক রাজ‍্য রাজনীতিতে যা ব্যতিক্রমী বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
advertisement
বুধবার সকাল থেকেই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ভিভিআইপিদের আনাগোনা। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা থেকে হেভিওয়েট মন্ত্রী, কে নেই সেখানে! বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, সুব্রত মুখোপাধ্যায় ফিরহাদ হাকিম, সুজিত বোস, অরূপ বিশ্বাস সহ অনেকেই। পড়ন্ত বেলায় ফুলের মালা হাতে সেখানে হাজির হলেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক।
advertisement
advertisement
এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের প্রয়াণের পর মন্ত্রীর বাড়ি এসে সাক্ষাৎ পর্ব সেরে যান মনোজ টিগ্গা। বুধবার পার্থবাবুর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে এসে বেশ খানিকটা সময় কাটান মনোজ টিগ্গা। রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ উঠলে টিগ্গা বলেন,"পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্তরের টান। বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও ওনার সঙ্গে যোগাযোগ মনের। তাই ছুটে আসা, পাশে থাকা। এর মধ্যে কোন রাজনৈতিক সংযোগ নেই।"
advertisement
মাদারিহাটের বিজেপি বিধায়ক আরও বলেন," রাজনীতি রাজনীতির জায়গায়। ব্যক্তিগত সম্পর্কটা সম্পর্কের জায়গায়। পরিষদীয় রাজনীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক কিছু শিখেছি। তাই তার মাতৃবিয়োগের পর যেমন তার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তেমনই আজ ওনার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। এর মধ্যে দয়া করে কোন রাজনৈতিক সমীকরণ খুঁজবেন না।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manoj Tigga Meets Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপি বিধায়ক! দলবদল নয়, হল সৌজন্যের নজির
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement