#কলকাতা: অবশেষে নিজেরাই হাল ধরলেন পরিবেশ রক্ষার ৷ রবীন্দ্র সরোবরে ছট পুজো চলাকালীনই লেকের জল সাফাই অভিযানে নামলেন স্থানীয় মানুষরা ৷ জাল ফেলে জল থেকে তুলে আনলেন দূষিত পদার্থ ৷ ঝাড়ু হাতে রাস্তাও ঝাঁট দিতে দেখা গেল অনেককে ৷ এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্যাকেট, ফুল, পুজোর সামগ্রী নিজেরাই তুলে নিয়ে ফেললেন নির্দিষ্ট স্থানে ৷ তবে কেএমডিএ-র কাউকে দেখা যায়নি রবিবার সকালেও ৷ শুধু ময়লা ফেলার কয়েকটা গাড়ি পাঠিয়েই দায় সারে কলকাতা পুরসভাও ৷ পরিবেশ নিয়ে যে শহরের প্রায় কোনও মাথাব্যথাই নেই, সেই শহরেই রবিবার দেখা গেল অন্য চিত্র ৷নিয়ম ছিল ৷ ছিল নিষেধাজ্ঞাও ৷ আদালতের রায়ও পক্ষে ছিল ৷ কিন্তু তাতেও রক্ষা করা গেল না পরিবেশকে ৷ প্রতি বছরের মতোই এবারেও দূষিত হল রবীন্দ্র সরোবর ৷ রাতভর পুজো, ব্যান্ড পার্টি, শব্দবাজির মধ্যেই ধূমধাম করে পালিত হল ছট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhath Puja, Green tribunal, KMDA, Rabindra Sarobar