জাল নিয়ে রবীন্দ্র সরোবর পরিষ্কারে নামলেন স্থানীয়রা, দেখা নেই কেএমডিএ-র

Last Updated:
#কলকাতা: অবশেষে নিজেরাই হাল ধরলেন পরিবেশ রক্ষার ৷ রবীন্দ্র সরোবরে ছট পুজো চলাকালীনই লেকের জল সাফাই অভিযানে নামলেন স্থানীয় মানুষরা ৷ জাল ফেলে জল থেকে তুলে আনলেন দূষিত পদার্থ ৷ ঝাড়ু হাতে রাস্তাও ঝাঁট দিতে দেখা গেল অনেককে ৷ এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্যাকেট, ফুল, পুজোর সামগ্রী নিজেরাই তুলে নিয়ে ফেললেন নির্দিষ্ট স্থানে ৷ তবে কেএমডিএ-র কাউকে দেখা যায়নি রবিবার সকালেও ৷ শুধু ময়লা ফেলার কয়েকটা গাড়ি পাঠিয়েই দায় সারে কলকাতা পুরসভাও ৷ পরিবেশ নিয়ে যে শহরের প্রায় কোনও মাথাব্যথাই নেই, সেই শহরেই রবিবার দেখা গেল অন্য চিত্র ৷
নিয়ম ছিল ৷ ছিল নিষেধাজ্ঞাও ৷ আদালতের রায়ও পক্ষে ছিল ৷ কিন্তু তাতেও রক্ষা করা গেল না পরিবেশকে ৷ প্রতি বছরের মতোই এবারেও দূষিত হল রবীন্দ্র সরোবর ৷ রাতভর পুজো, ব্যান্ড পার্টি, শব্দবাজির মধ্যেই ধূমধাম করে পালিত হল ছট ৷
কিন্তু কেন গ্রিন বেঞ্চের রায় থাকা সত্ত্বেও আটকানো গেল না রবীন্দ্র সরোবরের ছট পুজো ? প্রশাসনের ব্যর্থতাই এর জন্য দায়ী, এমনই অভিযোগ তুলছেন সাধারণ মানুষ থেকে পরিবেশকর্মী এমনকি বিরোধীরাও ৷
advertisement
advertisement
শনিবার সকাল থেকেই গেটে গেটে বিক্ষোভ দেখাতে থাকেন একদল মানুষ ৷ কেএমডিএ-র নোটিশ ছিঁড়ে, গেটের তালা ভেঙে সরোবরে প্রবেশ করেন তাঁরা ৷ বিক্ষোভকারীদের দাবি, প্রতি বছরের মতো রবীন্দ্র সরোবরেই করতে দিতে হবে ছট পুজো ৷ সেই মতোই গতকাল সারাদিন ধরে সরোবরের মধ্যে চলে পুজোর আয়োজন ৷
স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকলেও একালাকয় কোনও পুলিশকর্মী ছিলেন না ৷ শুধু কয়েকজন বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন মাত্র ৷ তাঁদের পক্ষে উত্তেজিত জনতাকে সামাল দেওয়া সম্ভবপর হয়নি ৷ ফলে যথারীতি শনিবার রাত ৩টের পর থেকে দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করেন লেকের ধারে ৷ নিয়ম মেনেই চলে পুজো ৷ শব্দবাজি, ব্যান্ডপার্টি কিছুই তাতে বাদ ছিল না ৷
advertisement
তবে প্রশাসনের এই ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরিবেশবিদরা ৷ ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন তাঁরা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
জাল নিয়ে রবীন্দ্র সরোবর পরিষ্কারে নামলেন স্থানীয়রা, দেখা নেই কেএমডিএ-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement