Left Front announces candidates for by election: উপনির্বাচনের চার আসনেই প্রার্থী দিল বামেরা, কংগ্রেসের সঙ্গে জোটে ইতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: সংযুক্ত মোর্চা যে শুধু নির্বাচনের প্রয়োজনেই তৈরি হয়েছিল, তা আগেই জানিয়ে দিয়েছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ ভবানীপুরে কংগ্রেসও সিপিএমের (Left Congress Alliance) সঙ্গ দেয়নি৷ তবুও আনুষ্ঠানিক ভাবে জোট ভাঙার ঘোষণা করেনি কোনও পক্ষই৷ কিন্তু এবার রাজ্যের চার আসনের জন্য প্রার্থী ঘোষণা করে কংগ্রেসের সঙ্গে জোটে ইতি টেনে দিল বামেরা (Left Front)৷
আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন (West Bengal By Election)৷ এ দিন চার কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল বামেরা৷ সিপিএমের (CPIM) তরফে ট্যুইট করে জানানো হয়েছে, শান্তিপুর এবং খড়দহ কেন্দ্রে লড়বে তারা৷ আর দিনহাটা এবং গোসাবায় লড়বে দুই শরিক ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি৷
advertisement
advertisement
শান্তিপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন সৌমেন মাহাতো, খড়দহে লড়ছেন দেবজ্যোতি দাস৷ অন্যদিকে দিনহাটায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী হচ্ছেন আব্দুর রউফ৷ আর গোসাবায় আরএসপি-র প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল৷
গতকালই ভবানীপুরে নির্বাচনের ফল প্রকাশের পর উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থদের নাম ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি এবং কংগ্রেস এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি৷
advertisement
পশ্চিমবঙ্গে ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা pic.twitter.com/rAjHmdP4yO
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) October 4, 2021
চার কেন্দ্রের মধ্যে দিনহাটা এবং শান্তিপুরে জয়ী হয়েছিল বিজেপি৷ খড়দহ এবং গোসাবায় জিতেছিল তৃণমূল৷ দিনহাটা এবং শান্তিপুরের জয়ী দুই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার সাংসদ পদ ধরে রাখতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন৷ আর খড়দহ ও শান্তিপুরের জয়ী তৃণমূলের কাজল সিনহা ও জয়ন্ত নস্করের মৃত্যুতে আসন দু'টি খালি হয়েছে৷
advertisement
ভবানীপুরে প্রার্থী না দিয়েই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল, জাতীয় স্তরে বিজেপি-কে পরাস্ত করার স্বার্থেই এখন বামেদের থেকে তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে অনেক বেশি আগ্রহী তারা৷ সেই বার্তা দিতেই ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থীও দেয়নি কংগ্রেস৷ তাছাড়া বামেদের সঙ্গে জোট করেও বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি কংগ্রেস৷ ফলে জোট করার যৌক্তিকতা নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির মতো কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও প্রশ্ন তুলেছিল৷
advertisement
ভবানীপুর, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে বামেদের জমানত বাজেয়াপ্ত হয়েছে৷ চার কেন্দ্রের উপনির্বাচনে এই লজ্জা এড়ানোই এখন বাম দলগুলির কাছে বড় চ্যালেঞ্জ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 04, 2021 11:05 PM IST







