মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, রাখা হয়েছে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে

আগের চেয়ে ভাল আছেন মদন মিত্র ৷ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বুকে ও গলায় ব্যথা, সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা। আছে ইনসমনিয়াও। রবিবার ফের অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। চিকিৎসকের পরামর্শে হোটেলেই অক্সিজেন দেওয়া হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে। খবর পেয়ে তাকে দেখতে হোটেলে আসেন স্ত্রী ও পুত্রবধূ।

    গলায় ব্যথা তো ছিলই ৷ তার সঙ্গে নতুন উপসর্গ পেটব্যথা। সঙ্গে শ্বাসকষ্ট। শনিবার রাত থেকেই শারীরিক বিভিন্ন সমস্যায় থেকেই কাবু হয়ে পড়েছিলেন মদন মিত্র। চিকিৎসকদের পরামর্শে চলছিল ওষুধ-পত্রও। রবিবার বিকেলে অসুস্থতা আরও বাড়ে। বুকে ব্যথা শুরু হয় প্রাক্তন মন্ত্রীর। এলগিন রোডের হোটেলে সকাল থেকে বিশ্রামেই ছিলেন তিনি। মাঝেমধ্যে টিভির পর্দায় চোখ রাখছিলেন। সকালেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন অভিনেতা সোহম। আসেন কামারহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিতা ঘোষ। কামারহাটি থেকে আসা অনুগামীদের চেনা ভিড়ও এদিন দেখা যায় হোটেলের ঘরে। দুপুরে নাতির সঙ্গে দেখা করতে চেয়ে সকালে বাড়িতে ফোন করেন মদন। এরপরই নাতিকে নিয়ে হোটেলে আসেন স্ত্রী ও পুত্রবধূ।

    চিকিৎসকদের পরামর্শে আপাতত পুরোপুরি বিশ্রামে মদন মিত্র। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। আগের চেয়ে ভাল আছেন মদন মিত্র ৷ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ৷ রাতে অল্প খাওয়াদাওয়া করেছেন ৷ রাতে ঘুম হয়েছে মদন মিত্রের বলে জানা গিয়েছে ৷

    First published:

    Tags: Bengali News, ETV News Bangla, Health Condition Of Madan Mitra, Madan Mitra, Madan Mitra Bail, Madan Mitra Ill