উড়ালপুল পার্শ্ববর্তী বাড়ি খালি করার নোটিস পাঠাল KMC
Last Updated:
ভেঙে পড়া উড়ালপুলের পার্শ্ববর্তী বাড়িগুলি খালি করার নোটিস দিল কলকাতা পুরসভা ৷ উড়ালপুলের ভগ্নাবশেষ সরানোর কাজে সুবিধার জন্য স্থানীয় বাসিন্দাদের শুক্রবার নোটিস ধরাল পুরসভা ৷ পুরসভার এই সিদ্ধান্তে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৷
#কলকাতা: ভেঙে পড়া বিবেকানন্দ উড়ালপুল সংলগ্ন প্রায় দশটি বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নোটিস দিল কলকাতা পুরসভা ৷ উড়ালপুলের ভগ্নাবশেষ সরানোর যাতে কোনরকম ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটে সেজন্যই স্থানীয় বাসিন্দাদের শুক্রবার নোটিস দেয় জোড়াবাগান থানা।পুরসভার এই সিদ্ধান্তে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৷ আতঙ্ক কাটতে না কাটতেই বাড়ি ছাড়ার নোটিস পেয়ে ফের এক অনিশ্চয়তার সামনে পোস্তার বাসিন্দারা। এদিকে উড়ালপুল সংলগ্ন প্রায় দেড়শোটি বিপজ্জনক বাড়িতেও এদিন সতর্কীকরণ বোর্ড ঝুলিয়ে আরও একবার সতর্ক করে কলকাতা পুরসভা।
বৃহস্পতিবারের আতঙ্কের রেশ চোখেমুখে। কোনমতে প্রাণে বাঁচলেও আবার এখনও যেন বিপদ তাড়া করে বেড়াচ্ছে উড়ালপুল সংলগ্ন বাসিন্দাদের। এরই মধ্যে ১০টি বাড়ির বাসিন্দাদের অন্ততপক্ষে তিনদিনের জন্য অন্যত্র সরে যাওয়ার নোটিস দিল জোড়াবাগান থানা। প্রথম থেকেই ক্ষোভ ছিল এই উড়ালপুল তৈরি নিয়ে ক্ষোভ ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷ বৃহস্পতিবারের দুর্ঘটনার পর বারবার স্থানীয় বাসিন্দাদের গলায় শোনা গিয়েছে সেই অনুযোগের সুর ৷ এদিন পুরসভার এই নোটিস স্থানীয়দের ক্ষোভে ঘৃতাহুতি করেছে ৷ পুরসভার নোটিসে উল্লেখ, ‘উড়ালপুলের ভগ্নাবশেষ সরানোর কাজে সুবিধার জন্য বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে’ ৷
advertisement
বিবেকানন্দ উড়ালপুল তৈরির সময় যেভাবে নক্সা করা হয়েছে তার দু'ধারে বহুতল অনেক বাড়ি । কারওর বাড়ির বারান্দা ঘেঁষে, কারও বা শোওয়ার ঘর থেকে হাত বাড়ালেই ছোঁয়া যায় উড়ালপুল। উড়ালপুল ভেঙে পড়ার পর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসব বাড়ি। বাড়িগুলি থেকে ভেঙে পড়া অংশ সরানোর সময় ক্ষতি হতে পারে। এই অবস্থায় পুলিশের তরফে অবিলম্বে বাড়ি ছাড়ার নোটিস। বাড়িগুলির মধ্যে কোনটিতে আড়াইশো, কোনটিতে আবার একশো পরিবারের বাস। আচমকা নোটিসে অনিশ্চিত ভবিষ্যতের সামনে বাসিন্দারা। পুরসভার তরফে জানানো হয়েছে, সেতুর ঝুলে থাকা অংশটি পরিষ্কার করার জন্য স্থানীয় বাসিন্দাদের বাড়ি খালি করার কথা বলা হয়েছে ৷ পুরসভার ইঞ্জিনিয়ারদের মতে, ব্রিজের ঝুলে থাকা অংশের তলায় কংক্রিটের সাপোর্ট দিয়ে ভাঙতে হবে ৷ উড়ালপুলের কংক্রিটের বেঁকে থাকা অংশও ভেঙে সরানোর কাজে হাত দেওয়া হবে। আশেপাশে বাড়ি থাকায় তা করা সম্ভব হচ্ছে না ৷ দুর্ঘটনার আকস্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা ৷ তার মধ্যেই ভিটে হারানোর ভয় ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2016 3:55 PM IST