পুলিশ কোয়ার্টারে ইভটিজিং, পলাতক অভিযুক্ত কনস্টেবল
Last Updated:
বেলঘরিয়া পুলিশ কোয়ার্টারেই মহিলা পুলিশের বোনকে কটূক্তি। অভিযু্ক্ত আরেক পুলিশকর্মী। বার বার বলা সত্বেও অভিযোগ নেয়নি বেলঘরিয়া থানা। শেষ পর্যন্ত ব্যারাকপুর কমিশনারেটের দ্বারস্থ হন অভিযোগকারী। তারপর থেকেই ফেরার, অভিযুক্ত কনস্টেবল শেখ আনোয়ার ওরফে করিম। পুলিশকর্মীর বোন হওয়া সত্বেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আত্মহত্যারও চেষ্টা করেন অভিযোগকারী।
#কলকাতা: বেলঘরিয়া পুলিশ কোয়ার্টারেই মহিলা পুলিশের বোনকে কটূক্তি। অভিযু্ক্ত আরেক পুলিশকর্মী। বার বার বলা সত্ত্বেও অভিযোগ নেয়নি বেলঘরিয়া থানা। শেষ পর্যন্ত ব্যারাকপুর কমিশনারেটের দ্বারস্থ হন অভিযোগকারী। তারপর থেকেই ফেরার, অভিযুক্ত কনস্টেবল শেখ আনোয়ার ওরফে করিম। পুলিশকর্মীর বোন হওয়া সত্বেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আত্মহত্যারও চেষ্টা করেন অভিযোগকারী।
বেলঘরিয়ার নওদাপাড়ার পুলিশ কোয়ার্টারে, দিদির সঙ্গেই থাকতেন বছর বত্রিশের মহিলা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে কটূক্তি করত আবাসনেরই বাসিন্দা, কলকাতা পুলিশের কনস্টেবল শেখ আনোয়ার ওরফে করিম। বেশ কয়েকবার অশালীন প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ। প্রথমে বেশ কয়েকবার বেলঘরিয়া থানায় জানানোর পরও পুলিশের তরফে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। হতাশায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। শেষপর্যন্ত দিদির সাহায্য নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হন। এরপরই বুধবার লিখিত অভিযোগ নেয় বেলঘরিয়া থানা। তারপর থেকেই পলাতক শেখ আনোয়ার। পুলিশ অভিযোগ নিলেও, আতঙ্ক কমেনি অভিযোগকারীর পরিবারের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2016 6:27 PM IST