মানসিক ভাবে চাঙ্গা তাঁরা, দাবি ইংল্যান্ড অধিনায়কের

Last Updated:

গেইল-ব্র্যাভো নন, গোটা ওয়েস্ট ইন্ডিজ দলটাই তাঁদের ভাবাচ্ছে। উনতিরিশ বছর পর কলকাতায় বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগে দাবি ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যানের। মাঠে নামার আগে তাঁর দাবি, গোটা দলই মানসিক ভাবে চাঙ্গা।

#কলকাতা: গেইল-ব্র্যাভো নন, গোটা ওয়েস্ট ইন্ডিজ দলটাই তাঁদের ভাবাচ্ছে। উনতিরিশ বছর পর কলকাতায় বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগে দাবি ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যানের। মাঠে নামার আগে তাঁর দাবি, গোটা দলই মানসিক ভাবে চাঙ্গা।
উনিশশো সাতাশির রিয়ালেন্স কাপ। বর্ডারের অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের সাত রানে হার। মাইক গ্যাটিংয়ের রিভার্স সুইপ বিখ্যাত থেকে কুখ্যাত হয়েছিল সেই ম্যাচে। এ সব কিছুই দেখা হয়নি ইয়ন মর্গ্যানের। কারণ বর্তমান ইংরেজ অধিনায়ক তখনও এই পৃথিবীর আলো দেখেননি। সবই শুনেছেন পরিবারের কাছ থেকে। তবে দেখেছেন দু’হাজার নয় সালের বিশ্বকাপ জয়ের ছবিটা। তাই উনতিরিশ বছর পর ইডেনে ফাইনাল খেলতে নামার আগে পিছনের দিকে নয়, এগিয়ে যেতে চান মর্গ্যান। তাই তাঁর কাছে একটা গেইল বা একটা ব্র্যাভো সমস্যা নয়। সমস্যা এই বিশ্বকাপে উলকার মতো আর্বিভাব হওয়া গোটা ক্যারিবিয়ান দলটাই।
advertisement
মিনি বিশ্বকাপ খেলতে আসা এই ইংল্যান্ড দলটা আক্ষরিথ অর্থেই মিনি বিশ্ব। আদিল রসিদ, মইন আলিদের পূর্বপুরুষরা পাকিস্তানের। অন্যদিকে নিউজিল্যান্ডের বাসিন্দা ছিলেন জো রুট। এর উপর কলকাতা। নাক উচু ইংরেজরা টি-টোয়েন্টিকে খুব একটা পাত্তা দিতেন না। মর্গ্যান স্বীকার করলেন গত পাঁচ বছর এই ক্রিকেটটা নিয়ে তাঁরা ভাবছেন। তাই অতীত নয়, নতুন করে শুরু করতে চায় মানসিক ভাবে চাঙ্গা এই ইংল্যান্ড দল।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
মানসিক ভাবে চাঙ্গা তাঁরা, দাবি ইংল্যান্ড অধিনায়কের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement