কর্তাদের আশ্বাসে এমরশুমেও মোহনবাগানেই খেলবেন দিন্দা
Last Updated:
কর্তাদের আশ্বাসে আরও এক মরশুম মোহনবাগানেই থেকে গেলেন দিন্দা।
#কলকাতা: শেষমুহুর্তে মত বদল। কর্তাদের আশ্বাসে আরও এক মরশুম মোহনবাগানেই থেকে গেলেন দিন্দা। দলীপ খেলতে যাওয়ার আগে বাগানে সই করবেন মনোজ তিওয়ারিও।
শুক্রবার থেকে শুরু হল ক্লাব ক্রিকেটের সই পর্ব। প্রথমদিনেই সই করলেন ৪০০ ক্রিকেটার। এদিন ইস্টবেঙ্গল, কালীঘাট, শ্যামবাজার, বড়িশা-সহ একাধিক বড় ক্লাব সইপর্ব সারল। বড় অফারে বাগান ছেড়ে ইস্টবেঙ্গলে সই করলেন অনুষ্টুপ মজুমদার।
সিএবি প্রেসিডেন্ট সৌরভের ডাকে ৭ বছর পর কালীঘাট ছেড়ে বড়িশায় শ্রীবৎস গোস্বামী। এই প্রথম ক্লাব হাউসের বাইরে ‘L’ ব্লকে সই পর্ব হল। তবে তাল কাটল কালীঘাটের সইয়ের সময়। ভূকৈলাশের কর্তার সঙ্গে কথা কাটাকাটিও হয় ক্লাব কর্তাদের।
advertisement
advertisement
এদিকে শুক্রবারও প্রজ্ঞান ওঝার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি বাংলা। শেষমেশ ই-মেল করা হয়েছে ওঝাকে। ইন্ডোরে অনূর্ধ্ব-২৩ ট্রায়াল শেষে আলোচনায় বসেন নির্বাচক দেবাং, মনোজ, জয়দীপরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2017 4:28 PM IST