কাবুলে সুষমাই বাঁচিয়েছিলেন, শোকস্তব্ধ কলকাতার জুডিথ পরিবার
Last Updated:
২০১৬ সালে আফগানিস্তানে অপহৃত হন জুডিথ ডিসুজা৷ উদ্বিগ্ন ডিসুজা পরিবারের পাশে সে দিন তত্কালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ছিলেন৷ জুডিথকে আফগানিস্তানে উদ্ধারের সব বন্দোবস্ত করে বিদেশমন্ত্রক৷
#কলকাতা: তিনি যখন বিদেশমন্ত্রী ছিলেন রসিকতা করে অনেকে বলতেন, 'মঙ্গলগ্রহে আটকে পড়লেও, সুষমাকে ট্যুইট করুন৷' বিদেশমন্ত্রী থাকাকালীন বিদেশে কোনও বিপদে পড়া ভারতীয়ের বড় ভরসার জায়গা ছিলেন সুষমা স্বরাজ৷ এ হেন সুষমার মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতার সিআইডি রোডের বাসিন্দা ডিসুজা পরিবারও৷
২০১৬ সালে আফগানিস্তানে অপহৃত হন জুডিথ ডিসুজা৷ উদ্বিগ্ন ডিসুজা পরিবারের পাশে সে দিন তত্কালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ছিলেন৷ জুডিথকে আফগানিস্তানে উদ্ধারের সব বন্দোবস্ত করে বিদেশমন্ত্রক৷ সুষমার সক্রিয়তায় বিদেশমন্ত্রক তত্পরতার সঙ্গে কাজ করে৷
চোখের জল মুছে জুডিথের মা গ্লোরিয়া বললেন, 'ভদ্র ও দয়ালু মানুষ ছিলেন সুষমা৷ যোগ্য ব্যক্তিত্ব ছিলেন৷ খুব তাড়াতাড়ি চলে গেলেন৷'
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2019 2:33 PM IST