কাবুলে সুষমাই বাঁচিয়েছিলেন, শোকস্তব্ধ কলকাতার জুডিথ পরিবার

Last Updated:

২০১৬ সালে আফগানিস্তানে অপহৃত হন জুডিথ ডিসুজা৷ উদ্বিগ্ন ডিসুজা পরিবারের পাশে সে দিন তত্‍কালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ছিলেন৷ জুডিথকে আফগানিস্তানে উদ্ধারের সব বন্দোবস্ত করে বিদেশমন্ত্রক৷

#কলকাতা: তিনি যখন বিদেশমন্ত্রী ছিলেন রসিকতা করে অনেকে বলতেন, 'মঙ্গলগ্রহে আটকে পড়লেও, সুষমাকে ট্যুইট করুন৷' বিদেশমন্ত্রী থাকাকালীন বিদেশে কোনও বিপদে পড়া ভারতীয়ের বড় ভরসার জায়গা ছিলেন সুষমা স্বরাজ৷ এ হেন সুষমার মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতার সিআইডি রোডের বাসিন্দা ডিসুজা পরিবারও৷
২০১৬ সালে আফগানিস্তানে অপহৃত হন জুডিথ ডিসুজা৷ উদ্বিগ্ন ডিসুজা পরিবারের পাশে সে দিন তত্‍কালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ছিলেন৷ জুডিথকে আফগানিস্তানে উদ্ধারের সব বন্দোবস্ত করে বিদেশমন্ত্রক৷ সুষমার সক্রিয়তায় বিদেশমন্ত্রক তত্‍পরতার সঙ্গে কাজ করে৷
চোখের জল মুছে জুডিথের মা গ্লোরিয়া বললেন, 'ভদ্র ও দয়ালু মানুষ ছিলেন সুষমা৷ যোগ্য ব্যক্তিত্ব ছিলেন৷ খুব তাড়াতাড়ি চলে গেলেন৷'
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
কাবুলে সুষমাই বাঁচিয়েছিলেন, শোকস্তব্ধ কলকাতার জুডিথ পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement