Bangla News: নড়তে পারছিলেন না...শরীরের একদিক অবশ হয়ে গিয়েছিল! হঠাৎ দেখলেন দাঁড়িয়ে আছেন এক ট্র্যাফিক পুলিশ

Last Updated:

বর্তমানে তিনি স্থিতিশীল এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। ডাক্তার ও রোগীর আত্মীয়রা ট্রাফিক পুলিশের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।

ওসি বাঁচালেন বৃদ্ধার প্রাণ, পুলিশের মানবিক দিক
ওসি বাঁচালেন বৃদ্ধার প্রাণ, পুলিশের মানবিক দিক
কলকাতা: আজ ৭০ বছর বয়সি এক অসুস্থ মহিলার প্রাণ বাঁচালেন ডিউটিরত হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি শ্রী সৌভিক চক্রবর্তী। আজ সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে এম.জি. রোডে টহলদারি চলাকালীন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি শ্রী সৌভিক চক্রবর্তী জানতে পারেন যে ১৬৮ নম্বর রুটের (নাগেরবাজার থেকে হাওড়া যাওয়ার বাস) একটি বাসে যাত্রী দীপিকা আচার্য নামে একজন বয়স্ক ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়েছেন। ওই মহিলা আধা-অচেতন অবস্থায় ছিলেন, শরীরের একদিক অবশ হয়ে যায় এবং তিনি কথা বলতে পারছিলেন না।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ওসি সৌভিক চক্রবর্তী দ্রুত তাঁকে বাস থেকে নামিয়ে পথচলতি একটি ট্যাক্সির সাহায্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বৃদ্ধার সঙ্গে পাঠানো হয় সার্জেন্ট শান্তু পাল এবং একজন মহিলা হোমগার্ডকেও, যাতে করে হাসপাতালে জরুরি অবস্থায় পর্যাপ্ত সহায়তা দেওয়া যায় ওই অসুস্থ ভদ্রমহিলাকে। একই সঙ্গে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য স্ট্র্যান্ড রোড থেকে মেডিকেল কলেজ পর্যন্ত এম.জি. রোডে ‘গ্রিন করিডর’ তৈরি করা হয়। এবং কর্তৃপক্ষকে আগাম জানানো হয়, যাতে তাঁরা প্রয়োজনীয় চিকিৎসার প্রস্তুতি নিতে পারেন।
advertisement
advertisement
রোগীর আত্মীয়দেরও দ্রুত হাসপাতালে ডাকার ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকের সঙ্গে সমন্বয় করে মহিলাকে সিপিআর-৩ ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। ডাক্তার ও রোগীর আত্মীয়রা ট্রাফিক পুলিশের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
advertisement
তাঁদের মতে, ওসি সৌভিক চক্রবর্তী ও তাঁর দলের তৎপরতার ফলেই এই সংকটময় মুহূর্তে রোগীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।আজ পুলিশ ডে। আজকের দিনে এই ঘটনা আলাদা মাত্রা পেল। তবে পুলিশ ডে বলেই নয়। ওসি ট্রাফিকের এই দায়বদ্ধতা প্রমাণ করল পুলিশ শুধু আইনের রক্ষকই নন পুলিশ মানবিকও৷ এই ঘটনা আরও একবার কলকাতা ট্রাফিক পুলিশের দায়বদ্ধতা ও জনসেবায় নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: নড়তে পারছিলেন না...শরীরের একদিক অবশ হয়ে গিয়েছিল! হঠাৎ দেখলেন দাঁড়িয়ে আছেন এক ট্র্যাফিক পুলিশ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement