শহরে চলবে কলকাতা পুলিশের বিশেষ বাস, কারণ কী জানুন!

Last Updated:

সাধারণ  মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের। যেখানে একটি বাস তৈরি করা হয়েছে কলকাতা ট্রাফিকের পক্ষ থেকে।

News18
News18
শহরে চলবে কলকাতা পুলিশের বাস। যে বাসে যাত্রী উঠতে পারবে না। যে বাস শহর জুড়ে ছড়াবে সচেতনার বার্তা। একাধিক সচেতনামূলক বিষয় বাসের গায়ে রয়েছে পোস্টার আকারে। বাসের ভিতরে রয়েছে ট্রাফিক পুলিশের মডেল থেকে আরও নানান ট্রাফিক নিয়ন্ত্রণ ও ট্রাফিক সম্পর্কে ধারণা হওয়ার মতো নানান সরঞ্জাম এবং মডেল।
সাধারণ  মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের। যেখানে একটি বাস তৈরি করা হয়েছে কলকাতা ট্রাফিকের পক্ষ থেকে। যার ভিতরে রয়েছে সচেতনতার বার্তা। মূলত স্কুল পড়ুয়া ও পথযাত্রীদের সচেতন করতেই এই উদ্যোগ।
বাসের ভিতরে রয়েছে ডামি ট্রাফিক পুলিশ, সঙ্গে সিগন্যাল, রাস্তা পারাপারের নিয়ম সহ অনেক কিছু। এর আগেও ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ এর মাধ্যমে ক্যাম্পেইন চালানো হতো। সেই কারণেই নতুন উদ্যোগ এই সচেতনতামূলক বাসের দ্বারা আরও সচেতন করে তোলা সাধারণ মানুষকে।
advertisement
advertisement
কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক-এর দফতর থেকে এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। আজ এই বাসের উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
তিনি এ বিষয়ে জানিয়েছেন, যেভাবে সাইবার ভেহিকেল বিভিন্ন স্কুলে গিয়ে সেখানকার অধিবাসী এবং জনসাধারণকে সচেতন করছে ঠিক একইভাবে এই ট্রাফিক অ্যাওয়ারনেস বাসটিও মানুষকে ট্রাফিক নিয়ম এবং অ্যাক্সিডেন্ট রুখতে সচেতন করে তুলবে।
advertisement
কলকাতার পুলিশ কমিশনার  মনোজ কুমার বর্মা বলেন , ‘২০১৬ সালে মুখ্যমন্ত্রী একটি প্রকল্প শুরু করেন সেভ লাইভ, শেপ ড্রাইভ।।তারপর থেকে পথদুর্ঘটনা অনেক কমেছে। এবছর যা ট্রেন্ড তাতে ১০ থেকে ১৫ শতাংশ পথ দুর্ঘটনা কমবে। লাস্ট ৭ মাসের হিসেব অনুযায়ী। ডিসি ট্রাফিকের ব্যবস্থায় একটি বাস তৈরী করা হয়েছে। যেটা সেভ লাইফ, সেফ লাইফ প্রচার করবে। বিভিন্ন স্কুল ও গুরুত্বপূর্ণ রাস্তায়’। একই সঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি জানান, মানুষের মধ্যে সচেতনা বাড়লে তবেই পথ দুর্ঘটনা রোখা সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরে চলবে কলকাতা পুলিশের বিশেষ বাস, কারণ কী জানুন!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement