শহরে চলবে কলকাতা পুলিশের বিশেষ বাস, কারণ কী জানুন!
- Published by:Debamoy Ghosh
- Reported by:Sudipta Sen
Last Updated:
সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের। যেখানে একটি বাস তৈরি করা হয়েছে কলকাতা ট্রাফিকের পক্ষ থেকে।
শহরে চলবে কলকাতা পুলিশের বাস। যে বাসে যাত্রী উঠতে পারবে না। যে বাস শহর জুড়ে ছড়াবে সচেতনার বার্তা। একাধিক সচেতনামূলক বিষয় বাসের গায়ে রয়েছে পোস্টার আকারে। বাসের ভিতরে রয়েছে ট্রাফিক পুলিশের মডেল থেকে আরও নানান ট্রাফিক নিয়ন্ত্রণ ও ট্রাফিক সম্পর্কে ধারণা হওয়ার মতো নানান সরঞ্জাম এবং মডেল।
সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের। যেখানে একটি বাস তৈরি করা হয়েছে কলকাতা ট্রাফিকের পক্ষ থেকে। যার ভিতরে রয়েছে সচেতনতার বার্তা। মূলত স্কুল পড়ুয়া ও পথযাত্রীদের সচেতন করতেই এই উদ্যোগ।
বাসের ভিতরে রয়েছে ডামি ট্রাফিক পুলিশ, সঙ্গে সিগন্যাল, রাস্তা পারাপারের নিয়ম সহ অনেক কিছু। এর আগেও ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ এর মাধ্যমে ক্যাম্পেইন চালানো হতো। সেই কারণেই নতুন উদ্যোগ এই সচেতনতামূলক বাসের দ্বারা আরও সচেতন করে তোলা সাধারণ মানুষকে।
advertisement
advertisement
কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক-এর দফতর থেকে এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। আজ এই বাসের উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
তিনি এ বিষয়ে জানিয়েছেন, যেভাবে সাইবার ভেহিকেল বিভিন্ন স্কুলে গিয়ে সেখানকার অধিবাসী এবং জনসাধারণকে সচেতন করছে ঠিক একইভাবে এই ট্রাফিক অ্যাওয়ারনেস বাসটিও মানুষকে ট্রাফিক নিয়ম এবং অ্যাক্সিডেন্ট রুখতে সচেতন করে তুলবে।
advertisement
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বলেন , ‘২০১৬ সালে মুখ্যমন্ত্রী একটি প্রকল্প শুরু করেন সেভ লাইভ, শেপ ড্রাইভ।।তারপর থেকে পথদুর্ঘটনা অনেক কমেছে। এবছর যা ট্রেন্ড তাতে ১০ থেকে ১৫ শতাংশ পথ দুর্ঘটনা কমবে। লাস্ট ৭ মাসের হিসেব অনুযায়ী। ডিসি ট্রাফিকের ব্যবস্থায় একটি বাস তৈরী করা হয়েছে। যেটা সেভ লাইফ, সেফ লাইফ প্রচার করবে। বিভিন্ন স্কুল ও গুরুত্বপূর্ণ রাস্তায়’। একই সঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি জানান, মানুষের মধ্যে সচেতনা বাড়লে তবেই পথ দুর্ঘটনা রোখা সম্ভব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 9:20 PM IST