Kolkata Police: বড়বাজার ও পোস্তার নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ, বসছে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Kolkata Police: অপরাধ রুখতে ও অপরাধীদের ধরতে প্রযুক্তিতে জোর লালবাজারের। বড়বাজার এলাকায় ১৬ টি পয়েন্টে ৩২টি নতুন অত্যাধুনিক সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা বরাদ্দ হয়েছে বলে সূত্রের দাবি।
কলকাতা: অপরাধ রুখতে ও অপরাধীদের ধরতে প্রযুক্তিতে জোর লালবাজারের। বড়বাজার এলাকায় ১৬টি পয়েন্টে ৩২টি নতুন অত্যাধুনিক সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা বরাদ্দ হয়েছে বলে সূত্রের দাবি।
সূত্রের খবর, ফাইভ মেগা পিক্সেল বুলেট আইপি সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বসানোর কাজ শীঘ্রই শুরু হবে। পুজোর আগেই এই কাজ শেষ হবে। এক একটি ক্যামেরার ফুটেজ ব্যাকআপ ২১ দিন পর্যন্ত থাকবে।
advertisement
advertisement
ক্যানিং স্ট্রিট, মল্লিক স্ট্রিট, আর্মেনিয়াম স্ট্রিট, পর্তুগিজ চার্চ স্ট্রিটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে বড়বাজার এলাকায়, যেখানে বসানো হবে এই ক্যামেরা। একই ভাবে পোস্তার একাধিক জায়গায় বসবে ৫৩টি সিসিটিভি, বরাদ্দ হয়েছে ২০ লক্ষ টাকা।
advertisement
পোস্তার মূলত সোনাপট্টি, গোয়েঙ্কা স্ট্রিট, কলাকার স্ট্রিট উল্লেখযোগ্য পয়েন্ট। এছাড়াও তালিকায়
রয়েছে রবীন্দ্র স্ট্রিট, কে কে টেগর স্ট্রিট, হাঁসপুকুর লেনের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা।
লালবাজার সূত্রে দাবি, এই এলাকাগুলিতে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয়, নগদ লেনদেন হয়। ছিনতাই, ডাকাতি, চুরি ও প্রতারণার মতও অপরাধ সংগঠিত হয় বা অভিযোগ আসে। অপরাধ রুখতে ও অপরাধীদের চিহ্নিত করতে এই পদক্ষেপ নিচ্ছে লালবাজার। বড়বাজার ও পোস্তা থানা ছাড়াও এই ক্যামেরাগুলোর লাইভ ফিড লালবাজার থেকে নজর রাখা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 9:39 AM IST