#কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে রাত ৮ থেকে ১০ পর্যন্ত বাজি ফাটানোর নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ ৷ কালিপুজো ও দিওয়ালিতে মেনে চলতে হবে এই নিয়ম ৷ শুধুমাত্র ২ ঘণ্টার জন্যই আতসবাজির পোড়ানো যাবে ৷ অন্যথা ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ ৷
দিওয়ালিতে বাজি ফাটানোর ওপর সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ দেশব্যাপী রাত ৮ থেকে ১০টা পর্যন্ত বাজি বা পটকা পোড়ানোর নির্দেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত ৷ বাজিতে বায়ুদূষণ ঠেকাতে দেশজুড়ে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারির জন্য আবেদন করা হয় সুপ্রিম কোর্টে৷ সেই মামলার রায়ে এমন নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷
তবে শুধুমাত্র তামিলনাডুর জন্য নিয়মে কিছুটা বদল হয়েছে ৷ কারন সেই রাজ্যে দিওয়ালি পালিত হয় সকালে ৷ তাই নিয়ম করে সেই সময়ই বাজি ফাটানোর রেওয়াজ রয়েছে সেখানে ৷
আরও পড়ুন তথ্যপ্রযুক্তি কেন্দ্রে নয়া আতঙ্ক, ঘুরছে ছিনতাইবাজের গ্যাং
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire cracker, Kolkata Police, Supreme Court