আর্সেনিক প্রবণ এলাকায় গভীর নলকূপ থেকে জল সরবরাহ, নিয়ম ভাঙছে পুরসভা
Last Updated:
আর্সেনিক প্রবণ এলাকায় গভীর নলকূপ থেকে জল দিচ্ছে কলকাতা পুরসভা।
#কলকাতা: আর্সেনিক প্রবণ এলাকায় গভীর নলকূপ থেকে জল দিচ্ছে কলকাতা পুরসভা। জলসঙ্কট মোকাবিলায় জরুরি পরিস্থিতির দোহাই দিয়ে নিজেদেরই তৈরি নিয়ম ভাঙছে তারা। প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, এভাবে মাটির তলা থেকে জল তোলা হলে আর্সেনিক দূষণ বাড়বে। রয়েছে অন্যান্য ক্ষতির সম্ভাবনাও।
ক্রমশ কমছে ভূগর্ভস্থ জলের ভাণ্ডার। তার উপর আছে আর্সেনিক দূষণের আশঙ্কা। তাই গভীর নলকূপ বসানোর ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা পুরসভা। অথচ জলসঙ্কট মেটাতে নিজেদের নিয়মই ভাঙছে তারা। দক্ষিণ কলকাতার ৯৫ নম্বর ওয়ার্ডের অরবিন্দনগরে বসানো হচ্ছে ১২০০ ফুটের বিগ ডায়া টিউবওয়েল। আগে ছিল ৫০০ ফুটের বিগ ডায়া টিউবওয়েল। সেটি খারাপ হয়ে যাওয়ায় জল সরবরাহ কার্যত বন্ধ। বিপাকে এলাকাবাসী।
advertisement
advertisement
সমস্যা মোকাবিলায় পুরোনো পদ্ধতিতেই ফিরছে কলকাতা পুরসভা। মাটির নীচ থেকে জল তুলে সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তাতে একাধিক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। যদিও পুরসভার দাবি, নতুন বিগ ডায়া টিউবওয়েলের গভীরতা অনেক বেশি হওয়ায় জলে দূষণের কোনও আশঙ্কা নেই।
advertisement
এলাকাবাসী অবশ্য পুরসভার সঙ্গে সহমত নন। তাঁদের দাবি, বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করে গার্ডেনরিচ ওয়াটার প্ল্যান্টের জলই দক্ষিণ কলকাতার এই অংশে সরবরাহ করা হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2018 9:04 AM IST