Kolkata Metro: আরও ৫৭ কিলোমিটার সম্প্রসারণের অনুমতি, কোন রুটে কতদিনে ছড়াবে মেট্রো? জানুন পরিকল্পনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ই এম বাইপাসের উপরে চিংড়িহাটায় মেট্রোর সম্প্রসারণের যে কাজ যেটা আটকে ছিল সেটি নভেম্বর মাস থেকে শুরু হবে।
আরও সম্প্রসারণ হচ্ছে কলকাতা মেট্রোর৷ এমনই জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্র৷ মোট ৫৭ কিলোমিটার মেট্রো পথ সম্প্রসারণের অনুমতি মিলেছে৷
যে ৫৭ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারণের অনুমতি মিলেছে, তার মধ্যে ২৯ কিলোমিটারের কাজ ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা মেট্রো৷ এই ২৯ কিলোমিটারের মধ্যে অন্তত ১৯ কিলোমিটার অংশে ২০২৬ সালের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু করা হবে৷
ই এম বাইপাসের উপরে চিংড়িহাটায় মেট্রোর সম্প্রসারণের যে কাজ যেটা আটকে ছিল সেটি নভেম্বর মাস থেকে শুরু হবে। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে কাজ শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। সেক্ষেত্রে ২০২৬ এর ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করা সম্ভব হবে।
advertisement
advertisement
এর পাশাপাশি ২০২৯ সালের মধ্যে মেট্রোর পার্পল লাইনে জোকা থেকে ধর্মতলার মধ্যে বাকি থাকা কাজ শেষ করা সম্ভব হবে বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ এর মধ্যে খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো আসবে সুড়ঙ্গ দিয়ে৷ সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 6:23 PM IST

