Kolkata Load Shedding: গরমের মধ্যেই শহর জুড়ে লোডশেডিং! অন্ধকারে ডুবে গেল কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সল্টলেক থেকে সন্তোষপুর

Last Updated:

Kolkata Load Shedding: একেই গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। তার মাঝেই রাতে আচমকা লোডশেডিং শহরের বিস্তীর্ণ অংশে। সন্ধে থেকেই দফায় দফায় চলে লোডশেডিং বিভিন্ন এলাকায়। রাত বাড়তে তা চরম আকার নেয়।

শহর জুড়ে লোডশেডিং
শহর জুড়ে লোডশেডিং
কলকাতা: একেই গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। তার মাঝেই রাতে আচমকা লোডশেডিং শহরের বিস্তীর্ণ অংশে। সন্ধে থেকেই দফায় দফায় চলে লোডশেডিং বিভিন্ন এলাকায়। রাত বাড়তে তা চরম আকার নেয়। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই আসতে শুরু করে বিদ্যুৎ বিপর্যয়ের খবর।
সল্টলেক এলাকাও একই ভাবে অন্ধকারে ডুবে যায় বৃহস্পতিবার রাতে। যদিও বিদ্যুৎ দফতরের তৎপরতায় খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। একে হাঁসফাঁস হাল, তার উপর বৃষ্টির নাম গন্ধ পূর্বাভাস কিছুই নেই। এই অবস্থায় আচমকা পাওয়ার কাট হওয়ায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় শহরবাসীর।
প্রসঙ্গত গরম কমার কোনও লক্ষণই নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি। বিগত ৫০ বছরে যদি দেখা হয় তাহলে বৃহস্পতিবার রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ কলকাতার তাপমাত্রা। ৪১ থেকে ৪২ ডিগ্রির কাছাকাছি থাকবে শুক্রবারও সারাদিন। উত্তরবঙ্গের মূলত মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহের তীব্র তাপপ্রভাবে সতর্কতা রয়েছে। আগামী ৫ দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Load Shedding: গরমের মধ্যেই শহর জুড়ে লোডশেডিং! অন্ধকারে ডুবে গেল কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সল্টলেক থেকে সন্তোষপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement