#কলকাতা: নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু নাইটদের। শিডিউলের ঘণ্টা খানেক আগে এসে একা ব্যাটিং অনুশীলন উথাপ্পার। পিচ নিয়ে সুজনের সঙ্গে আলোচনা রবিনের। আইপিল-১০-এর প্রথম বিদেশি হিসেবে নাইট অনুশীলনে ড্যারেন ব্র্যাভো।
জিম-নেটস-খুনসুঁটি। পিচ পর্যবেক্ষণ। নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগে এসে ব্যাটিং প্র্যাকটিস উথাপ্পার। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ড্যারেন ব্র্যাভোর শিবিরে প্রবেশ। কেকেআর অনুশীলনের দ্বিতীয় দিন টুকরো টুকরো ছবি।
রবিবাসরীয় বিকেলে অনুশীলন করার কথা ছিল নাইটদের। তবে শনিবার দুপুরে কলকাতায় আসা রবিন উথাপ্পা একাই নেমে পড়লেন অনুশীলনে। সহকারী কোচকে সঙ্গী করে নেটে সময় কাটালেন দীর্ঘক্ষণ। কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করলেন পিচের হালহকিকত নিয়ে। নাইটদের অনুশীলনের আগে পিচের ঘাস ছাঁটা হল অনেকটাই। তবে সিএবি সূত্রের খবর, স্পিনিং উইকেটই পেতে চলেছে গম্ভীর বাহিনী। প্রথমদিন নেট না করলেও, রবিবার থেকে নেটে ব্যাটিং-বোলিং শুরু করলেন ব্র্যাভো-সূর্যকুমার যাদবরা। অনুশীলন শেষে সায়ন-অঙ্কিতরা মাতলেন মজার খেলায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Premiere League, IPL 10, IPL 2017, Kkr, Kolkata Knight Riders, Robin Uthappa, Vivo IPL 2017, রবিন উথাপ্পা