হাতের সব আঙুল ছিন্নভিন্ন, জটিল অস্ত্রোপচারে সাফল্য কলকাতার হাসপাতালে
- Published by:Rukmini Mazumder
- Written by:Onkar Sarkar
Last Updated:
২৪ বছর বয়সী এক যুবকের হাতে জটিল অস্ত্রোপচার করে তাক লাগিয়ে দিল কলকাতার মুকুন্দুপুরের এক বেসরকারি হাসপাতাল
#কলকাতা: জটিল অস্ত্রোপচারে ফিরিয়ে আনা হল ছিন্নভিন্ন আঙুল, নজির গড়ল কলকাতার বেসরকারি হাসপাতাল। ২৪ বছর বয়সী এক যুবকের হাতে জটিল অস্ত্রোপচার করে তাক লাগিয়ে দিল কলকাতার মুকুন্দুপুরের এক বেসরকারি হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর, গত ৬ নভেম্বর টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত বিপ্লব সামন্ত নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। জানা গিয়েছে, মেশিনে কাজ করার সময় তাঁর ডান হাতের সব আঙ্গুল ছিন্নভিন্ন হয়ে যায়। নিকটবর্তী হাসপাতাল থেকে বলা হয় সংক্রমণ আটকাতে কব্জির তলা থেকে হাত বাদ দিতে হবে। তারপর রোগীকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীকে বাঁচাতে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল। সেই দলকে নেতৃত্ব দেন ডঃ অখিলেশ কুমার আগরওয়াল, সিনিয়র কনসালট্যান্ট প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন।
রোগীর পরিবারের চিন্তা ছিল এই জটিল অস্ত্রোপচারের খরচ কীভাবে সামলাবে তাঁরা। হাসপাতালের তরফে ইস্টার্ন ইন্ডিয়া হেলথকেয়ার ফাউন্ডেশন থেকে ফান্ড সংগ্রহ করে রোগীর যাবতীয় খরচ মকুব করে দেওয়া হয়। রোগী এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ান হাসপাতালের চিকিৎসক সমেত অন্যান্য কর্মীরাও। জটিল এই অস্ত্রোপচারে পাঁচটি আঙুলের আকৃতির দিকটি মাথায় রাখতে হয়েছিল চিকিৎসকদের। প্রত্যেকটি আঙুলের হাড় ঠিক করতে স্টিলের তার ব্যবহার করা হয়। জটিল এই অস্ত্রোপচারের পর রোগীকে অতিরিক্ত খেয়াল রাখতে হয়েছিল যাতে কোনওভাবে রক্ত সঞ্চালন না বন্ধ হয়। অস্ত্রোপচারের পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং ফলাফল ঠিকঠাক হওয়ায় আট দিন পর রোগীকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
ডঃ অখিলেশ কুমার আগরওয়াল জানান, “আঙুল রিইমপ্ল্যান্ট করা একান্ত আবশ্যক ছিল। আরও কিছু কারেকটিভ অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে পুরো সেরে ওঠার জন্য। ওঁর প্রত্যেকটা আঙুল পুরোপুরি কাজ করতে পারবে এবং নিজের সমস্ত কাজ করতে পারবেন স্বাভাবিক ভাবে। তবে বলাই বাহুল্য, সাম্প্রতিক কালের মধ্যে এরকম ঘটনা চোখে পড়েনি আমার”। ধীরে ধীরে রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ধীরে ধীরে সব কাজ করতে পারবেন রোগী। আগামী দিনেও এই ধরনের কাজ করার বার্তা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 8:47 PM IST

