Abhijit Ganguly | kolkata high court: বন্ধ হোক সিবিআই তদন্ত! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে মামলা সরতেই দাবি জানাল রাজ্য

Last Updated:

কুন্তল ঘোষের চিঠি মামলায় নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সেই নির্দেশের বিরোধিতা করেও দেশের শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছিল৷ সেই মামলাতেও স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ২টি মামলা৷

কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরতেই তৎপর রাজ্য৷ এবার পুর দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বন্ধের আর্জি জানিয়ে নতুন বেঞ্চের দ্বারস্থ পুর দফতর। আগামী সোমবার মামলার শুনানি৷
টেট দুর্নীতির তদন্ত করতে গিয়ে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক নথি পেয়েছিল ইডি৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন ইডি আদালতকে জানিয়েছিল, গত ২০ এবং ২১ মার্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য জানতে পেরেছেন আধিকারিকেরা৷ অয়ন শীলের বাড়ি ও অফিস থেকে পুর নিয়োগ সংক্রান্ত বহু নথিপত্রও তাঁদের হাতে এসেছে৷
advertisement
আরও পড়ুন: ময়না কাণ্ডে নয়া মোড়! এবার ওসি-র বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দু অধিকারীর, আদালতে যাওয়ার হুঁশিয়ারি
ইডি-র দাবি ছিল, শুধু মাত্র শিক্ষক নিয়োগ নয়, বেআইনি পথে বিভিন্ন পুরসভাতেও নিয়োগ করেছিল অয়ন শীলেরা৷ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে সিবিআই নিয়োগ করার আর্জি জানানো হয়েছিল ইডির তরফে৷ এরপরেই পুর নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালত হাইকোর্টের সেই নির্দেশের উপরে সাত দিনের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে৷ তার মধ্যেই বিচারপতির বেঞ্চ বদলের আরেক নির্দেশ৷
এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সরতেই সেই মামলায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল রাজ্য৷ রাজ্যের পুর দফতরের তরফে দাবি করা হল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন৷ পুরসভা সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়া তাঁর এজলাসে হচ্ছিল না৷ তাই এ বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ ওই এজলাস থেকে আদৌ দেওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে৷
advertisement
আরও পড়ুন: মালদহের যৌথ সভার পরে আজ মুর্শিদাবাদেও মমতা-অভিষেক, নজরে অবশ্য়ই সাগরদিঘি
কুন্তল ঘোষের চিঠি মামলায় নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সেই নির্দেশের বিরোধিতা করেও দেশের শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছিল৷ তারপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ২টি মামলা৷
পুর দুর্নীতিতে সিবিআই তদন্তের আর্জি ও কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা, এই দুটিরই পরবর্তী শুনানি আগামী সোমবার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhijit Ganguly | kolkata high court: বন্ধ হোক সিবিআই তদন্ত! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে মামলা সরতেই দাবি জানাল রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement