খাবার হাতে হাঁটুজলে ‘খাদ্যসৈনিক’, কলকাতার যুবকের ছবি ঘিরে দ্বিখণ্ডিত ট্যুইটার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
হাঁটুজলে দাঁড়িয়ে থাকা শোভনকে বাহবা জানিয়েছেন টুইটারেত্তিরা ৷ অনেকেই দাবি করেছেন এরকম কর্তব্যনিষ্ঠ কর্মীকে পুরস্কৃত করুক সংস্থা ৷ অনেকেই জিজ্ঞাসা করেছেন, শোভন বোনাস পেয়েছেন কি না ৷
কলকাতা : মাথায় হেলমেট ৷ হাঁটুজলে ডেলিভারি কর্মী দাঁডি়য়ে পিজ্জার প্যাকেট নিয়ে ৷ তাদের কর্মীদের দায়বদ্ধতার তীব্রতা বোঝাতে এই ছবি শেয়ার করেছে বিশ্ববিখ্যাত পিজ্জা প্রস্তুত সংস্থা ৷ তাদের পোস্ট করা ছবিটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে নিমেষে ৷ আপাতত ছবিটি নিয়ে নেটমাধ্যম দ্বিধাবিভক্ত ৷ অধিকাংশই কুর্নিশ জানিয়েছেন তরুণকে ৷ কিন্তু অনেকেই সরব হয়েছেন অমানবিকতার প্রশ্নে ৷
ছবিটি কলকাতার ৷ প্রবল বর্ষণের পর পিজ্জা ডেলিভারি করতে বেরিয়েছেন শোভন ঘোষ ৷ হাঁটুজলে দাঁড়িয়ে থাকা তাঁর ছবিই শেয়ার করেছে তাঁর সংস্থা ৷ তাদের বক্তব্য, এভাবেই কাজ করেন তাঁদের খাদ্য সৈনিকরা ৷ প্রসঙ্গত ডেলিভারি কর্মীদের তাঁরা অভিহিত করেন ‘খাদ্য সৈনিক’ পরিচয়ে ৷ সৈনিকরা যেমন কোনও সময় তাঁর কর্তব্য থেকে একচুল সরেন না, তাঁদের ডেলিভারি কর্মীরাও ঠিক তেমনই ৷ দাবি পিজ্জা সংস্থার ৷ তাদের জন্যই প্রতিকূল পরিস্থিতিতেও তারা ক্রেতার কাছে খাবার পৌঁছে দিতে পারে, দাবি সংস্থার ৷
advertisement
A Soldier is never off duty! Ours come in blue and deliver hot, fresh & safe meals powering through the rains of Kolkata! We salute the service of our #DominosFoodSoldier Mr Shovon Ghosh who ensured that our stranded customer received their food even in such adverse conditions! pic.twitter.com/0xc6yTvn0S
— dominos_india (@dominos_india) May 12, 2021
advertisement
advertisement
হাঁটুজলে দাঁড়িয়ে থাকা শোভনকে বাহবা জানিয়েছেন টুইটারেত্তিরা ৷ অনেকেই দাবি করেছেন এরকম কর্তব্যনিষ্ঠ কর্মীকে পুরস্কৃত করুক সংস্থা ৷ অনেকেই জিজ্ঞাসা করেছেন, শোভন বোনাস পেয়েছেন কি না ৷

প্রসঙ্গত লকডাউনে নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থাগুলি ৷ ঘরবন্দি জীবনে অনেকের কাছেই এই ডেলিভারি পরিষেবা কার্যত ছিল বিপত্তি থেকে বাঁচার একমাত্র অবলম্বন ৷ ফলে কেউ কেউ শোভনকে ‘অন্নদাতা’ সম্বোধনও করেছেন ৷
advertisement
তবে কম হলেও বিরুদ্ধ মতও আছে৷ অনেকেই তুলে ধরেছেন অমানবিকতার প্রশ্ন৷ তাঁদের দাবি, এই বর্ষণবিধ্বস্ত আবহাওয়ায় ক্রেতার উচিত হয়নি ডেলিভারিতে পিজ্জা পাওয়ার আশা করার ৷
মত, পাল্টা মত মিলিয়ে আপাতত টুইটারেত্তিদের আলোচনার কেন্দ্রে এখন কলকাতার এই ডেলিভারিম্যান৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2021 3:50 PM IST