Kolkata East-West Metro : 'আজ মেট্রোতেই মৃ*ত্যু লেখা'! অফিস ফেরত যাত্রীর স্ট্যাটাস! মেট্রো-বিভ্রাট চলছেই!

Last Updated:

Kolkata Metro- কেউ বলছেন হাঁসফাস অবস্থা, কেউ বলছেন মেট্রোর সংখ্যা কম, কেউ আবার বলছেন, আরও মেট্রো নামিয়ে তবেই লাইন বাড়িয়ে পরিষেবা শুরু করা উচিত ছিল। নন্দিতা মুখোপাধ্যায় নামে একজন তাঁর হোয়াটসঅ্যাপে স্টেটাসে লিখলেন, আজ হয়তো মেট্রোতেই মৃত্যু!

'আজ মেট্রোতেই মৃত্যু লেখা' অফিস থেকে ফেরার পথে স্টেটাস দিলেন যাত্রী
'আজ মেট্রোতেই মৃত্যু লেখা' অফিস থেকে ফেরার পথে স্টেটাস দিলেন যাত্রী
কলকাতা : কেউ বলছেন হাঁসফাস অবস্থা, কেউ বলছেন মেট্রোর সংখ্যা কম, কেউ আবার বলছেন, আরও মেট্রো নামিয়ে তবেই লাইন বাড়িয়ে পরিষেবা শুরু করা উচিত ছিল। নন্দিতা মুখোপাধ্যায় নামে একজন তাঁর হোয়াটসঅ্যাপে স্টেটাসে লিখলেন, আজ হয়তো মেট্রোতেই মৃত্যু!
নন্দিতা মুখোপাধ্যায় দমদমের বাসিন্দা। অফিসের জন্যে মেট্রোই তাঁর একমাত্র সহজ যানবাহন। তবে আজ সকালে অফিসে মেট্রোতে লেট ও ভিড়ের কারণে দরজা বন্ধ হল না। ফলে বেলগাছিয়াতে মেট্রো ১০ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে। সেই কারণে আজ অফিসে হাফ ডে হয়েছে তাঁর। ফেরার পথে শোভাবাজারে মেট্রো বিভ্রাট,  ভিড়ে দমবন্ধ হয়ে আসার অবস্থা! নন্দিতা তার পর এমনই বললেন নিউজ 18 বাংলাকে।
advertisement
প্রধানমন্ত্রী সব কিছুই কী আধখানা করেই শুরু করতে ভালবাসেন? সে রাম  মন্দির হোক বা মেট্রো? প্রশ্ন উঠছে। আজ সকালে শহীদ ক্ষুদিরাম ও  রবীন্দ্র সরোবরেও মেট্রোর সঠিক সময়ে ছাড়েনি। প্রবল ভিড় দেখা গিয়েছে।
advertisement
যাত্রীরা মেট্রোর লাইনের সঙ্গে মেট্রোর ব্যস্তানুপাতিক সম্পর্ককে দায়ী করেছেন৷ তাঁদের দাবি, নতুন লাইনকে বেশি করে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, ফলে পুরনো লাইনে দুর্ভোগ হচ্ছে। গত শুক্রবার তিনটি নতুন লাইনের মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন সন্ধেয় শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মেট্রো পরিষেবা শুরু হলেও উদ্বোধনের দু-দিন পর গত সোমবার থেকে ইয়েলো ও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা শুরু হয়।
advertisement
আরও পড়ুন- ঝলমলে রোদ দেখে আনন্দ হয়েছিল? এক ঘণ্টায় আসছে আকাশভাঙা বৃষ্টি, ফের তোলপাড় আবহাওয়া
সেদিন ইয়েলো লাইনেও যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি বিভ্রান্তিও তৈরি হয়েছিল৷ সেই বিভ্রান্তি এখনও আছে। কিন্তু প্রতিদিন মেট্রোর ভোগান্তি অফিস যাত্রীদের ভাবাচ্ছে। ভিড়ের চাপে প্রাণ হাতে করে মেট্রোতে চাপতে হচ্ছে বলে জানাচ্ছেন অনেকেই।
আজ সকালের পরে সন্ধেবেলা অফিস থেকে ফেরার সময়েও ভোগান্তি সইতে হয়েছে নিত্যযাত্রীদের। দক্ষিণেশ্বরগামী সমস্ত মেট্রো দেরিতে চলছে। স্টেশনে স্টেশনে ভিড় তাই দরজা বন্ধ না হওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলেই জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। চাঁদনি চক স্টেশনেও ভিড়ের জন্য দরজা বন্ধ না হওয়ার কারণে একই রকম সমস্যার ছবি ধরা পড়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata East-West Metro : 'আজ মেট্রোতেই মৃ*ত্যু লেখা'! অফিস ফেরত যাত্রীর স্ট্যাটাস! মেট্রো-বিভ্রাট চলছেই!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement