মেট্রোপথে জুড়ল হাওড়া ও সল্টলেক! কোন রুটে কত ভাড়া? 'বিরাট' সুবিধা... ৩২ মিনিটে ঝড়ের বেগে সেক্টর ৫
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মিনিটেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে সেক্টর ৫। ১১ মিনিটে শিয়ালদহ হয়ে পৌঁছে যেতে পারবেন ধর্মতলায়। জুড়ল বেলেঘাটা ও নিউ গড়িয়াও।
কলকাতা: মেট্রোর ৩ সম্প্রসারিত রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মেট্রোপথে জুড়ে গেল নোয়াপাড়া ও বিমানবন্দর। ৩২ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে সেক্টর ৫। ১১ মিনিটে শিয়ালদহ হয়ে পৌঁছে যেতে পারবেন ধর্মতলায়। জুড়ল বেলেঘাটা ও নিউ গড়িয়াও। এতদিন হাওড়া থেকে সল্টলেক যাওয়া ছিল বেশ ঝক্কির। তবে মেট্রো হওয়ায় সে সব সমস্যা আর থাকল না। কলকাতার রাস্তার ব্যস্ত ট্রাফিক জট থেকেও মিলল মুক্তি।
এদিন হাওড়া থেকে সন্ধ্যা ছ’টা আঠারো মিনিটে শুরু হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে মেট্রোর যাত্রা। সন্ধ্যা ছ’টা পঞ্চাশ মিনিটে মেট্রো এসে পৌঁছে যায় সল্টলেক সেক্টর ফাইভে।
এবার একনজরে দেখে নিন হাওড়া থেকে কোন স্টেশনের কত ভাড়া
advertisement
হাওড়া থেকে শিয়ালদহ- ২০
হাওড়া থেকে সেক্টর ৫- ৩০
হাওড়া থেকে করুণাময়ী- ৩০
হাওড়া থেকে সল্টলেক স্টেডিয়াম- ৩০
advertisement
হাওড়া থেকে বেলেঘাটা- ৫০
হাওড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট- ৪০
হাওড়া থেকে বিমানবন্দর- ৫০
হাওড়া থেকে কেউ বিমানবন্দর যেতে চাইলে তাদের প্রথমে এসপ্ল্যানেড থেকে ব্লু লাইনের মেট্রো ধরে আসতে হবে নোয়াপাড়ায়। তারপরে নোয়াপাড়া থেকে যেতে হবে এয়ারপোর্টে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর দুরত্ব ৭ কিমি। তাই এই পথ যেতে ১০ মিনিট থেকে ১২ মিনিট সময় লাগতে পারে। কবি সুকান্ত (বর্তমানে কবি সুভাষ বন্ধ) থেকে নোয়াপাড়া যেতে প্রায় ৫০ মিনিট সময় লাগে। তাই কবি সুকান্ত থেকে ১ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরে। শিয়ালদা থেকে বিমানবন্দরেরও ভাড়া ধার্য করা হয়েছে ৫০ টাকা।
advertisement
হাওড়া ও শিয়ালদা থেকে বিমানবন্দরে পৌঁছতে খরচ মাত্র ৫০ টাকা। বিমানবন্দর থেকে যশোর রোড যেতে লাগবে মাত্র ৫ টাকা, দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ১০ টাকা এবং নোয়াপাড়া পর্যন্ত খরচ ২০ টাকা। এবার কবি সুকান্ত বা কালীঘাট থেকে যেতে খরচ নির্ভর করবে সেই জায়গা থেকে নোয়াপাড়ার ভাড়া এবং তারপরে নোয়াপাড়া থেকে ২০ টাকা এয়ারপোর্টের ভাড়া।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 5:59 PM IST