জঞ্জাল সংগ্ৰহের নিয়মেরও বদল করছে পুর ও নগরোন্নয়ন দফতর, কী থাকছে নতুন নিয়মে

Last Updated:

KMC: সব বাড়িতে দুটো বালতি থাকবে। নীল আর সবুজ। নীল বালতিতে অপচনশীল আর সবুজ বালতিতে পচনশীল ময়লা রাখতে হবে গৃহস্থকে।

বর্জ্য সংগ্রহের নিয়ম
বর্জ্য সংগ্রহের নিয়ম
জঞ্জাল সংগ্ৰহের নিয়মের বদল করছে পুর ও নগরোন্নয়ন দফতর। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের এর নির্দেশ, পুরসভা এলাকায় ভ্যাট রাখা যাবে না। তাই সব পুরসভায় এক নিয়মে ময়লা সংগ্ৰহ করা হবে।
সব বাড়িতে দুটো বালতি থাকবে। নীল আর সবুজ। নীল বালতিতে অপচনশীল আর সবুজ বালতিতে পচনশীল ময়লা রাখতে হবে গৃহস্থকে। অনেক পুরসভায় ইতিমধ্যেই এভাবে ময়লা নেওয়া শুরু হয়েছে। ছোট গাড়িতে ময়লা নিয়ে বড় গাড়িতে ফেলা হবে। ভ্যাটে ফেলা বন্ধ। বড় গাড়িতে করে ডাম্পিং গ্ৰাউন্ডে ফেলা হবে।
advertisement
advertisement
পাশাপাশি কমপ্যাক্টর নিষিদ্ধ করা হয়েছে। পচনশীল ময়লা থেকে সার তৈরি হবে। অপচনশীল বস্তু যেমন কাচ,কাগজ রিসাইকেল করা হবে। এর আগে পরিবেশ আদালতের নির্দেশ মোতাবেক বেশ কয়েকবার প্লাস্টিক নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হলেও খুব একটা ফলপ্রসূ হয়নি। একাধিকবার আন্দোলনে নেমেছেন পরিবেশপ্রেমীরা৷ তবে এবার নির্দেশ কার্যকর করতে কোমর বেঁধে নামছে সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জঞ্জাল সংগ্ৰহের নিয়মেরও বদল করছে পুর ও নগরোন্নয়ন দফতর, কী থাকছে নতুন নিয়মে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement