#কলকাতা: একটা মৃত্যু, তুলে দিল অজস্র প্রশ্ন৷ দর্শক ঠাসা নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ৷ কেকে বলেই তিনি বেশি পরিচিত৷ কলকাতায় একটি লাইভ কনসার্টের পর তিনি অসুস্থবোধ করেন কেকে৷ হোটেল থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, মৃত বলে ঘোষণা করা হয়৷ তবে কেন এভাবে মৃত্যু হল? কোথাও কি বিশৃংখলা সৃষ্টি হয়েছিল? নজরুল মঞ্চে বেলাগাম ভিড়ের ফলে কী শারীরিক ভাবে অসুস্থ হন কেকে? প্রয়াত গায়ক কেকের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে নিউ মার্কেট থানায়। পাঁচতারা হোটেলে ঘটনাস্থলে পরিদর্শন করতে আসেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলী ধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। হোটেলে আসেন ফরেন্সিক টিম ও লালবাজারের সাইন্টিফিক উইংয়ের আধিকারিকরা।
এই নিয়ে মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার৷ কেকে-এর এভাবে মৃত্যু লজ্জার, বলছেন তিনি৷ নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি৷ সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসক লিখেছেন যে এই মৃত্যু যতটা দুঃখের ততটাই লজ্জার৷ কারণ এই বেসামাল ভিড়ের ফলে সমস্যা তৈরি হতে পারে৷ এর পাশাপাশি বেশ কিছু বিষয় উল্লেখ করেন চিকিৎসক কুণাল সরকার৷ তিনি লেখেন যে, এসি বেহাল-ভীষণ গরম, মুখের উপর ফায়ার এক্সটেনগুইশার স্প্রে করা, ২ ঘণ্টার উপর সময় নষ্ট করে শেষ অবস্থায় হাসপাতাল নিয়ে আসা৷ এভাবে কেকে-র মৃত্যুর জন্য দায়ী করে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেন তিনি৷ কারণ তাঁর মতে এতটা ভিড়ে বদ্ধ জায়গায় পারফর্ম করা খুবই কষ্টকর৷ এরই সঙ্গে হৃদরোগ বিশেষজ্ঞ উল্লেখ করেন যে ভারতীয় পুরুষদের ৩০ বছর থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিৎ৷ কেকে-র বয়স ছিল ৫৩ বছর৷ ফলে যে সব পরিস্থিতি তৈরি হয়েছিল তা কেকে-র স্বাস্থ্যের জন্য হিতকর ছিল না৷
এভাবে কেকে-র মৃত্যুর পর বেশ কিছু প্রশ্ন উঠছে৷ আপাতত শিল্পীর দেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ রবীন্দ্রসদনে তাঁকে গানস্যালুট জানানো হয়৷ সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kunal Sarkar, Singer KK death