Kidney Operation By Robot: রোবট করছে কিডনির অপারেশন! কলকাতা আবার নতুন পথ দেখাচ্ছে দেশকে
- Published by:Suman Majumder
Last Updated:
Kidney Transplant By Robot: কিডনি প্রতিস্থাপন করছে রোবট। কলকাতায় কত খরচ এমন অপারেশনে? জেনে নিন।
#কলকাতা: কিডনির সমস্যায় এখন অনেকেই ভুগছেন। কিছু ক্ষেত্রে ক্রনিক কিডনি রোগী, যাদের নিয়মিত ডায়ালিসিস চলছে, তাদের একদম শেষ পর্যায়ে কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো গতি থাকে না। গত এক মাসে কলকাতার অ্যাপোলো হাসপাতালে পূর্ব ভারতে প্রথমবারের মতো সম্পূর্ণ রোবোটিক রেনাল ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে।
রোবোটিক কিডনি ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ায় কনসোলে বসে থাকা চিকিৎসক মনিটরের মাধ্যমে পেটের ভিতরের অংশ দেখতে থাকেন। রোবোটিক আর্ম বা হাত অপারেশনে সাহায্য করে। রোবোটিক হাতের একটি বাহুতে একটি উচ্চ ম্যাগনিফিকেশন 3D ক্যামেরা রয়েছে, যা একটা কি হোলের মাধ্যমে পেটে ঢোকানো হয়, অস্ত্রোপচারের জায়গাটার একটা হাই ডেফিনেশন, ম্যাগ্নিফাইড,ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশন ছবি দেখা যায়।
advertisement
advertisement
রোবোটিক কিডনি প্রতিস্থাপনের সুবিধা -
ওপেন সার্জারির তুলনায় কম জটিল। বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজড এবং শেষ পর্যায়ের রেনাল ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। ওবেসিটি আক্রান্ত রোগীদের জন্য নিরাপদ এই রোবোটিক অপারেশন।
ওপেন সার্জারির ক্ষেত্রে কিডনি প্রতিস্থাপনের সুপারিশ করা হয় না। ওপেন সার্জারির ক্ষেত্রে ৭ থেকে ১০ ঘণ্টা সময় লাগে। আর এই রোবোটিক অপারেশন এর ক্ষেত্রে ৩ থেকে ৪ ঘণ্টা লাগে। হাসপাতালে অনেক কম দিন থাকতে হয়।
advertisement
প্রচলিত কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে গ্রহীতার তলপেটে ৮-১- ইঞ্চি কাটতে হয়, সেখানে এই রোবোটিকের ক্ষেত্রে মাত্র ১-২ ইঞ্চি কাটতেই চলে।রক্তক্ষরণ অনেক কম হয়, ব্যথা কম হয়, অপারেশন পরবর্তী জটিলতা অনেক কম, সেরে ওঠার সময় অনেক কম লাগে।
অ্যাপোলো হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডক্টর অমিত ঘোষ জানান, প্রাথমিকভাবে এই রোবোটিক অস্ত্রোপচার বিপ্লব এনে দিয়েছে। এতো সুচারুভাবে এখানে অস্ত্রোপচার করা হয়, যাতে রোগীর কোনো অসুবিধাই হয় না। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে যার শরীরে কিডনি বসানো হয়,তার ক্ষেত্রে অপারেশনের পর কয়েকদিনের মধ্যেই কাজে যোগ দিতে পারবে।
advertisement
এই ধরনের অস্ত্রোপচারে ওপেন সার্জারির থেকে ২ লাখ টাকা খরচ বেশি পড়লেও আখেরে রোগীর লাভই বেশি। দ্য ভিঞ্চি বলে এই রোবট রাজ্যে ৪টি হাসপাতালেই আছে। অ্যাপোলো, নারায়না, মেডিকা, টাটা ক্যান্সার হাসপাতালে এই মেশিন রয়েছে।
আরও পড়ুন- যোগী রাজ্যে দুয়ারে সরকারকে স্বীকৃতি, বুধবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
বর্তমানে এই মেশিনের দাম পড়ে ২০ কোটি টাকা, তবে আরও বেশ কিছু কোম্পানি আরও কম দামে এই মেশিন নিয়ে আসছে। তযত বেশি এই রোবোটিক অপারেশন করা হবে, ততই খরচ কমবে। এছাড়াও অ্যাপোলো হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডক্টর ত্রিদিবেশ মণ্ডল জানান, "খুব দ্রুত এই রোবোটিক অপারেশন জনপ্রিয় হয়ে উঠবে। এতদিন এই রোবোটিক অস্ত্রোপচারের মাধ্যমে আটশোর ওপর কিডনিদাতাদের অস্ত্রোপচার খুব সফলভাবে করেছি। এখন কিডনি গ্রহীতাদের অস্ত্রোপচারও খুব ভালভাবে শুরু হয়েছে। "
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 6:37 PM IST