৫১৫ কোটি টাকা প্রতারণা মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার কৌস্তুভ রায় ও শিবাজি পাঁজা
Last Updated:
ব্যাঙ্ক প্রতারণা মামলায় আজ সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন কৌস্তুভ রায় ও শিবাজি পাঁজা। তাঁদের বিরুদ্ধে ৫১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।
#কলকাতা: ব্যাঙ্ক প্রতারণা মামলায় আজ সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন কৌস্তুভ রায় ও শিবাজি পাঁজা। তাঁদের বিরুদ্ধে ৫১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।
অনেকদিন ধরেই সিবিআই-এর নজরে ছিলেন কলকাতার 'আরপি ইনফো সিস্টেম'-এর এই দুই অধিকর্তা। এইমাসের গোড়ার দিকে, কানাড়া ব্যাঙ্ক সহ বেশ কিছু বেসরকারি ব্যঙ্ক সিবিআই-এর তদন্তে হাত মেলান। অভিযোগ দায়ের হয়, শিবাজি পাঁজা ও আরপি ইনফো সিস্টেম-এর আরও তিন অধিকর্তা- কৌস্তুভ রায়, বিনয় বাফনা ও দেবনাথ রায়ের নামে। তাঁরা নকল সরকারি তহবিল ও দেনাদারদের নকল বিবৃতি দেখিয়ে ব্যাঙ্কগুলির থেকে ৫১৫ কোটি টাকা লোন নিয়ে ডিফল্টার হয়ে যান। শুদ মিলিয়ে এখন সেই টাকার অঙ্ক আরও বেশি।
advertisement
কানাড়া ব্যাঙ্কের কিছু কর্মীর বিরুদ্ধেও ওঠে অভিযোগ । তাঁরা কোনও কিছু বন্ধক না রেখেই এঁদের লোন পেতে সাহায্য করেছিলেন। তাঁদের বিরুদ্ধেও কড়া তদন্ত হবে বলে জানিয়েছিল সিবিআই। সিবিআইএর মুখপাত্র সেইসময় জানান, ''এফআইআর করা হয়েছে। খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে।"
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2018 7:28 PM IST