Jiban Krishna Saha Update: বোলপুরে ৩০ লাখ টাকার জমি...3BHK ফ্ল্যাট! স্ত্রী টগরির নামে ঢালাও সম্পত্তি জীবনকৃষ্ণর

Last Updated:

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকতার চাকরির জন্য এক রেট, নবম-দশমের জন্য টাকার অঙ্ক কিছুটা কম৷ আবার স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডির চাকরির জন্য রেট আলাদা৷ চাকরি দেওয়ার বিনিময়ে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃ্ষ্ণ সাহা টাকা তোলার ক্ষেত্রে আলাদ আলাদা রেট বেঁধে দিয়েছিলেন বলেই দাবি ইডি কর্তাদের৷

News18
News18
দক্ষিণবঙ্গ, ইন্দ্রজিৎ রুজ: দু’দিন আগেই তাঁকে নিয়ে ঘটে গিয়েছে ফের এক নাটক৷ সিবিআইয়ের পরে ইডি গ্রেফতার করতে এলেও ঝোপের মধ্যে ফোন ফেলে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন মুর্শিদাবাদের বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷ তারপর থেকেই একে একে সামনে আসছে তাঁর বিপুল সম্পত্তির খোঁজখবর৷
সম্প্রতি জানা গিয়েছে, বোলপুর শহরের প্রাণকেন্দ্র জামবুনি বাসস্ট্যান্ডের কাছে অবকাশ আবাসনের তৃতীয় তলায় একটি থ্রি-বিএইচকে ফ্ল্যাট রয়েছে জীবনকৃষ্ণ সাহার। পাশাপাশি, ওই ফ্ল্যাটের সংলগ্ন পাঁচ কাঠা জমিও তাঁর মালিকানাধীন বলে জানা গেছে।
২০১৬ সালে তিনি ফ্ল্যাটটি কেনেন এবং তখন থেকেই মাঝেমধ্যেই সেখানে যান। একই বছরে জমিটিও কেনা হয়। বর্তমানে ওই এলাকার বাজারদর অনুযায়ী জমির মূল্য প্রতি কাঠা প্রায় ৩০ লক্ষ টাকা। তবে ক্রয়ের সময়ে জমিটির দাম ছিল প্রতি কাঠা ১২ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে। সূত্র অনুযায়ী, জমিটি জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরি সাহার নামে নিবন্ধিত।
advertisement
advertisement
প্রসঙ্গত,জানা যায় যে ওই জায়গা বা ওই ফ্ল্যাটটি যখন বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই তখন ওই ফ্ল্যাটে তল্লাশি করতেও এসেছিল সিবিআই এবং জায়গা সম্বন্ধেও খোঁজ নেয়৷
ইডি সূত্রের দাবি, জীবনের এজেন্টদের তালিকার সঙ্গে প্রায় ৩৮০০ চাকরিপ্রার্থীর নামের তালিকা মিলেছে৷ জীবনকৃষ্ণ সাহার অত‍্যন্ত ঘনিষ্ঠ দুই এজেন্ট কৌশিক ঘোষ ও সুব্রত সামন্ত রায়কে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করেছে ইডি৷ জীবন হেফাজতে থাকাকালীনই তার ঘনিষ্ঠ এজেন্টদের ডেকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি৷
advertisement
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকতার চাকরির জন্য এক রেট, নবম-দশমের জন্য টাকার অঙ্ক কিছুটা কম৷ আবার স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডির চাকরির জন্য রেট আলাদা৷ চাকরি দেওয়ার বিনিময়ে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃ্ষ্ণ সাহা টাকা তোলার ক্ষেত্রে আলাদ আলাদা রেট বেঁধে দিয়েছিলেন বলেই দাবি ইডি কর্তাদের৷
advertisement
ইতিমধ্যেই সিবিআইয়ের বাজেয়াপ্ত করা নথির ফটোকপি হাতে পেয়েছে ইডি৷ সেখানে পাওয়ার গিয়েছে এসএসসির রেট চার্ট৷ নবম ও দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি নয়, একাদশ -দ্বাদশ ও গ্রুপ সি এবং গ্রুপ ডি- এর দুর্নীতির সঙ্গেও জীবনের যোগ পাওয়া গিয়েছে৷ গ্রুপ সি ও ডি এর ক্ষেত্রে জীবনকে দিতে হত যথাক্রমে ১০ লক্ষ ও ৮ লক্ষ টাকা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jiban Krishna Saha Update: বোলপুরে ৩০ লাখ টাকার জমি...3BHK ফ্ল্যাট! স্ত্রী টগরির নামে ঢালাও সম্পত্তি জীবনকৃষ্ণর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement