Jagdeep Dhankhar : আগামিকাল মুখ্যসচিবকে তলব রাজ্যপালের, ট্যুইটে ফের ভোট পরবর্তী 'হিংসা'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে সোমবার নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Chief Secretary Harikrishna Dwivedi) তলব করেছেন রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)।
Extremely alarming law & order scenario @MamataOfficial. Security environment is seriously compromised.
In such a grim situation called upon Chief Secretary to brief me on the law and order situation on Monday 7th June and indicate all steps taken to contain post poll violence. pic.twitter.com/REf0JDTpcQ — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 6, 2021
advertisement
advertisement
রাজ্যপালের বিবৃতিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্যুইটারে একটি বিবৃতিও দিয়েছেন রাজ্যপাল। লিখেছেন, ‘রাজ্যে প্রত্যেক দিনই বাড়ছে ভোট পরবর্তী হিংসা। সর্বত্রই প্রতিহিংসার ঘটনা দেখা যাচ্ছে। ভোট-পরবর্তী হিংসা রাজ্যে যে জায়গায় পৌঁছেছে, তা অকল্পনীয়।' তিনি লেখেন, 'লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া। কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে। রাজনৈতিক হিংসার পাশাপাশি চলছে সামাজিক বয়কট, এমনকি প্রাপ্য সুযোগ সুবিধে থেকে বঞ্চিত করা হচ্ছে মানুষকে।'
advertisement
Extremely alarming law & order scenario @MamataOfficial. Security environment is seriously compromised.
In such a grim situation called upon Chief Secretary to brief me on the law and order situation on Monday 7th June and indicate all steps taken to contain post poll violence. pic.twitter.com/REf0JDTpcQ — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 6, 2021
advertisement
রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয় ৷ তবে নির্বাচনের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে সেই সংঘাত আরও তীব্র হয়েছে৷ বারবার রাজ্য প্রশাসনকে একহাত নিতে দেখা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে৷ রাজ্য প্রশাসন কোনও পদক্ষেপ করছে না বলেও অভিযোগ করেছেন তিনি৷ এ ব্যাপারে প্রশাসনিক নজরদারি সেভাবে নেই বলেও মমতা সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যপাল। আইনশৃঙ্খলার পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে বিবৃতিতে গত ১৭ মে-র ঘটনারও উল্লেখ করেছেন রাজ্যপাল। নারদ মামলায় রাজ্যের চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার নিয়ে সিবিআইয়ের দফতরের বাইরে যা ঘটেছিল, তার প্রসঙ্গ টেনেছেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ধরনার বিষয়টিও উল্লেখ করেছেন।
advertisement
প্রসঙ্গত, ভোটের ফলের পর থেকেই বিজেপির আনা রাজনৈতিক হিংসার অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যপাল। রাজ্যের যে সব এলাকায় হিংসার ঘটনা বেশি ঘটেছে, সেখানে গত মাসে সফরেও গিয়েছিলেন তিনি। এদিনের ট্যুইট বার্তায় 'হিংসার ঘটনায় পুলিশ প্রশাসনেরও মদত রয়েছে বলে অভিযোগ করেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, রাজ্য প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলেই পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনিক স্তরে। আর সেই কারণেই ভোট পরবর্তী হিংসা রুখতে এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, তা জানতেই মুখ্যসচিবকে তলব করেছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 06, 2021 3:08 PM IST







