সোমবার রাজ্যপালের তলবে রাজভবন গেলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
গত ২৪শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয় এর সমাবর্তন নিয়ে শুরু হয় বিতর্ক। রীতিমত টানাপোড়েন শুরু হয় উপাচার্য ও আচার্যের মধ্যে।
SOMRAJ BANDOPADHYAY
#কলকাতা: সোমবার রাজ্যপালের তলবে রাজভবন গেলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। মূলত দিল্লিতে পূর্বনির্ধারিত বৈঠক থাকার কারণেই যেতে পারবেন না বলে উচ্চ শিক্ষা দফতর মারফত চিঠি দিয়ে জানালেন উপাচার্য। তবে এই বিষয়ে সুরঞ্জন দাসের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর সমাবর্তন নিয়ে আর কোন বিতর্ক চাইছে না বিশ্ববিদ্যালয়। তার জেরেই কার্যত রাজ্যপালের তলব এড়িয়ে যেতে চাইল কর্তৃপক্ষ। গত ৩০শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে উপাচার্যকে চিঠি দিয়ে ৬ই জানুয়ারি রাজভবনে আসতে বলেছিলেন রাজ্যপাল।
advertisement
গত ২৪শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয় এর সমাবর্তন নিয়ে শুরু হয় বিতর্ক। রীতিমত টানাপোড়েন শুরু হয় উপাচার্য ও আচার্যের মধ্যে। গত ২৩ শে ডিসেম্বর সমাবর্তন নিয়ে আলোচিত কোর্ট বৈঠকে ঢুকতে বাধা পাওয়া। শুধু তাই নয়, কোর্ট বৈঠকে ঢুকতে গেলে পড়ুয়াদের ঘেরাও এর মুখে পড়েন রাজ্যপাল।
advertisement
উপাচার্য ও আধিকারিকদের সঙ্গে একপ্রকার আলোচনা করেই যাদবপুর ছাড়তে হয়েছিল রাজ্যপাল কে। সেই কোর্ট বৈঠক বাতিল করে রাজভবনে কোট বৈঠক করার কথা উপাচার্যকে বলেন রাজ্যপাল। কিন্তু শেষমেশ কোট বৈঠক যাদবপুরে শেষ করা হয়। শুধু তাই নয়, ২৪ শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষা কর্মীদের একাংশের বাধায় সমাবর্তনে যোগ দিতে পারেননি রাজ্যপাল। শেষমেষ উপাচার্যের সভাপতিত্বেই সমাবর্ত্তন শুরু হয়। তবে ঢুকতে না পেরে উপাচার্য সুরঞ্জন দাস এর সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাজ্যপালের সঙ্গে। সামগ্রিক বিষয় নিয়ে রাজ্যপাল ক্ষুব্ধ ছিলেন উপাচার্যের ভূমিকায়। সেই ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর কাছেও করেছেন রাজ্যপাল।
advertisement
আর তাই গত সপ্তাহেই সুরঞ্জন দাস কে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল। গত ৩০শে ডিসেম্বর উপাচার্য সুরঞ্জন দাস সহ আধিকারিকদের ৬ই জানুয়ারি তলব করে চিঠি পাঠান রাজ্যপাল। অবশ্য রাজ্যপালের তলবে যাবেন নাকি তা জানতে উচ্চ শিক্ষা দপ্তরের মতামত নেন বিশ্ববিদ্যালয়। যদিও শেষ পর্যন্ত দিল্লিতে পূর্বনির্ধারিত বৈঠক থাকায় সোমবার দিল্লিতেই গেলেন সুরঞ্জন দাস। তবে দিল্লিতে বৈঠকের কথা উচ্চ শিক্ষা দপ্তর মারফত রাজ্যপাল কে জানিয়ে দিয়েছ যাদবপুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 1:42 PM IST