বাবাকে ভিডিও কল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের আত্মহত্যা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
বাবাকে ভিডিও কল করে কথা বলতে বলতে আচমকাই করতেই নয়তলা থেকে ঝাঁপ দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক পড়ুয়া ৷
#কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মরণঝাঁপ। বাবাকে ভিডিও কল করে কথা বলতে বলতে আচমকাই করতেই নয়তলা থেকে ঝাঁপ দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক পড়ুয়া ৷ জানা গিয়েছে, ১৯ বছরের ওই ছাত্রের নাম সুমন সামন্ত ৷ মানসিক অবসাদে ভুগছিলেন সুমন। গুরুতর জখম সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশ সূত্রে খবর, আসানসোলের বাসিন্দা সুমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গরফায় একটি ভাড়া বাড়িতে থাকত ৷ এদিন সন্ধে সাতটা নাগাদ সুবর্ণজয়ন্তী ভবনের একদিকে ভারি কিছু পড়ার আওয়াজ পেয়ে পড়ুয়ারা ছুটে আসেন ৷ সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল সুমন ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ততক্ষণে সব শেষ ৷
সুমনের বাবা পুলিশকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল সুমন ৷ চরম পদক্ষেপ নেওয়ার আগে বাবার সঙ্গে বেশ কয়েক মিনিট ভিডিও কলে কথা বলে সে ৷ তবে এরকম কোনও কাণ্ড যে তাঁর ছেলে ঘটাতে পারে তা আঁচ করতে পারেনি সুমনের বাবা ৷ তবে কেন অবসাদ, কেনই বা আত্মহত্যার সিদ্ধান্ত নিল এই পড়ুয়া তা এখনও স্পষ্ট নয় ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2019 11:15 PM IST