Indian Railways: বিরাট খবর রেলের, বর্জ্য বেচে রেকর্ড আয়! ঘটনা শুনলে অবাক হতেই হবে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: স্ক্র্যাপ বিক্রিতে রেকর্ড আয় উত্তর পূর্ব সীমান্ত রেলের৷
কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের স্ক্র্যাপ বিক্রির লক্ষ্য মাত্রা অতিক্রম। বিগত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ আয়। ভারতীয় রেলওয়ের ‘জিরো স্ক্র্যাপ মিশন” অনুযায়ী উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজের সবকটি ডিভিশনে বর্জ্য সামগ্রী বিক্রি ব্যবস্থা গ্রহণ করেছে। এই মিশন সফল করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে প্রত্যেকটি ডিভিশন, ওয়ার্কশপ ও শেডগুলিকে বর্জ্য সামগ্রী থেকে মুক্ত রাখার জন্য নিশ্চিয়তা প্রদান করা হয়েছে।বর্তমান অর্থবর্ষ ২০২২-২৩-এর ২১ মার্চ পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্ক্র্যাপ বিক্রি থেকে ১৮৬.৩৪ কোটি টাকা আয় করেছে।
এই স্ক্র্যাপ বিক্রি করার দ্বারা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বর্তমান অর্থবর্ষের জন্য রেলওয়ে বোর্ডের নির্ধারিত লক্ষ্য মাত্রা ১৮৫ কোটি টাকা অতিক্রম করতে সক্ষম হয়। বিগত অর্থবর্ষের তুলনায় এই বছরের লক্ষ্য ৪৮ শতাংশ অধিক। এই স্ক্র্যাপ বিক্রির আয় বিগত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। স্ক্র্যাপ বিক্রির আয় গত বছরের চূড়ান্ত বিক্রির পরিসংখ্যার তুলনায় ইতিমধ্যেই ৩০ কোটি টাকা বেশি।
advertisement
advertisement
জিরো স্ক্র্যাপ মিশনের অধীনে চলিত অর্থ বর্ষে এই অভিযান চলাকালীন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২৬২৫০ এমটি স্ক্র্যাপ রেলস/পিওয়ে উপকরণ এবং ১৪০০০ এমটি বিবিধ স্ক্র্যাপ বিক্রি করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আজ পর্যন্ত ০৪টি ডিজেল লোকোমোটিভ ১২৪টি কোচ এবং ১৬৩টি ওয়াগন বিক্রি করেছে। জিরো স্ক্র্যাপ মিশনের ফলে শুধুমাত্র যে ভারতীয় রেলওয়ের রাজস্বই উৎপন্ন হয়েছে, তা নয়, বরং এর পাশাপাশি বর্জিতাংশ সহ অন্যান্য উপাদান জমা করার স্থানও তৈরি করেছে।
advertisement
স্টেশন, ডিপো, শেড, ওয়ার্কশপ ও সেকশনগুলি যাতে বর্জ্য সামগ্রী মুক্ত রাখা যায় তার জন্য এই মিশনের অধীনে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হয়। এই পর্যবেক্ষণের ফলে বর্জ্য সামগ্রী বিক্রির লক্ষ্যমাত্রা অতিক্রম করার পাশাপাশি স্টেশন, কর্মক্ষেত্র ও চারপাশের এলাকার সৌন্দর্যও বৃদ্ধি হয়েছে। এছাড়াও রেলওয়ে চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশ অনকূল করে রাখার ক্ষেত্রে এই মিশন সহায়ক হয়ে উঠেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 9:21 AM IST