Indian Railways: কলকাতা থেকে জম্মু বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত 

Last Updated:

Indian Railways: পূর্ব রেলপথে কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত একমুখী বিশেষ ট্রেন চালানো হবে। ২,১০০ টিরও বেশি বার্থ তৈরি করা হবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, রেলওয়ে কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

News18
News18
পূর্ব রেলপথে কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত একমুখী বিশেষ ট্রেন চালানো হবে। ২,১০০ টিরও বেশি বার্থ তৈরি করা হবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, রেলওয়ে কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনটি যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে অতিরিক্ত ধারণক্ষমতা এবং নমনীয়তা প্রদান করবে। এই একমুখী বিশেষ ট্রেনটি চালানোর মাধ্যমে অতিরিক্ত ২,১০০টি বার্থ তৈরি করা হবে।
আরও পড়ুনঃ দীপাবলি ও ছটে স্পেশ‍্যাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের! রইল তালিকা
০৩১৫১ কলকাতা – জম্মু তাওয়াই একমুখী বিশেষ ট্রেনটি ০৫.০৯.২০২৫ এবং ০৬.০৯.২০২৫ তারিখে ২৩:৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে তৃতীয় দিনে দুপুর ২:০০ মিনিটে জম্মু তাওয়াই পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশন সহ ৩৫টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
০৩১৫১ কলকাতা – জম্মু তাওয়াই একমুখী বিশেষ ট্রেনের বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে।পুজো মানেই একটা বড় সংখ্যক বাঙালির বেড়াতে যাওয়ার মরশুম। এবার পুজোতেও বেড়াতে যাওয়ার পরিকল্পনা অনেকেই করে রেখেছেন অনেক আগে থেকে। সেই পরিকল্পনায় জম্মু-কাশ্মীর, বা হিমাচল বা উত্তরাখণ্ডও রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে চলতি বা আগামী মাসে সেই পরিকল্পনা বাতিল করছেন অনেকেই।
advertisement
advertisement
টানা ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু-কাশ্মীর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তীব্র বৃষ্টিতে পাথর ও ধ্বংসাবশেষে জম্মু–শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ। মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রায় সম্পূর্ণ বিপর্যস্ত। ফাইবার অপটিক ক্ষতিগ্রস্ত হওয়ায় কল যাচ্ছে না, ইন্টারনেট অচল, এমনকী বিএসএনএল ল্যান্ডলাইন পরিষেবাও কাজ করছে না। বিদ্যুৎ বিভ্রাটেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
advertisement
যদিও ট্যুর অপারেটররা জানাচ্ছেন, তারা আশাবাদী পর্যটকরা আসবেন। এই অবস্থায় রেল পথে সহজে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। তাই স্পেশাল ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ফেস্টিভ্যাল স্পেশালে অনেকেই উত্তর ভারতে চলে যেতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: কলকাতা থেকে জম্মু বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement