Indian Museum Firing: একে ৪৭ থেকে পর পর গুলি, জাদুঘরে ছিলেন দর্শকরা! চাঞ্চল্যকর দাবি কর্মী সংগঠনের নেতার

Last Updated:

কর্মী সংগঠনের ওই নেতার দাবি, গড়ে প্রতিদিন জাদুঘরে দশ হাজার দর্শক আসেন৷ সাড়ে ছ'টায় জাদুঘর বন্ধ হলেও সব দর্শক বেরিয়ে যেতে আরও দশ থেকে পনেরো মিনিট সময় লাগে৷ 

ঘটনাস্থলে প্রবেশ করছে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা৷
ঘটনাস্থলে প্রবেশ করছে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা৷
#কলকাতা: একদিকে যখন পরের পর গুলি চালাচ্ছেন সিআইএসএফ-এর জওয়ান, তখন তার থেকে ঢিল ছোড়া দূরত্বে জাদুঘরের ভিতরে রয়েছেন বেশ কিছু দর্শক৷ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কলকাতা জাদুঘরেরই এক কর্মী৷ এ দিনের ঘটনার পর জাদুঘরের দর্শক এবং কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন জাদুঘরের কর্মী সংগঠনের সদস্যরা৷
এ দিন সন্ধ্যায় আচমকাই কিড স্ট্রিটে ভারতীয় যাদুঘর চত্বরে নিজের সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সিআইএসএফ-এর হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্র৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সিআইএসএফ-এর এএসআই আর কে সারেঙ্গির৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুবীর ঘোষ নামে জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদমর্যাদার এক অফিসার৷
advertisement
advertisement
এরই মধ্যে জাদুঘরের কর্মচারী সমিতির সম্পাদক অশোক ত্রিপাঠী চাঞ্চল্যকর দাবি করে বলেন, ঘটনার সময় খোলা ছিল জাদুঘর ভিতরে দর্শকও ছিলেন৷ ফলে বারাক চত্বরে না হয়ে এই গুলি চালানোর ঘটনা জাদুঘরের ভিতরে হলে কী হত, তা ভেবেই আঁতকে উঠছেন অনেকে৷ যদিও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি৷
advertisement
কর্মী সংগঠনের ওই নেতার দাবি, গড়ে প্রতিদিন জাদুঘরে দশ হাজার দর্শক আসেন৷ সাড়ে ছ'টায় জাদুঘর বন্ধ হলেও সব দর্শক বেরিয়ে যেতে আরও দশ থেকে পনেরো মিনিট সময় লাগে৷
সুবীর ঘোষ নামে জাদুঘরের যে কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর ডান হাতে গুলি লেগেছে বলে খবর৷ একে ৪৭ রাইফেল থেকে অভিযুক্ত জওয়ান গুলি চালিয়েছেন বলে প্রাথমিক ভাবে খবর৷ প্রায় এক ঘণ্টার চেষ্টায় অনেক বুঝিয়ে ওই জওয়ানকে গ্রেফতার করে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Museum Firing: একে ৪৭ থেকে পর পর গুলি, জাদুঘরে ছিলেন দর্শকরা! চাঞ্চল্যকর দাবি কর্মী সংগঠনের নেতার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement