Home /News /kolkata /
Indian Museum Firing: একে ৪৭ থেকে পর পর গুলি, জাদুঘরে ছিলেন দর্শকরা! চাঞ্চল্যকর দাবি কর্মী সংগঠনের নেতার

Indian Museum Firing: একে ৪৭ থেকে পর পর গুলি, জাদুঘরে ছিলেন দর্শকরা! চাঞ্চল্যকর দাবি কর্মী সংগঠনের নেতার

ঘটনাস্থলে প্রবেশ করছে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা৷

ঘটনাস্থলে প্রবেশ করছে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা৷

কর্মী সংগঠনের ওই নেতার দাবি, গড়ে প্রতিদিন জাদুঘরে দশ হাজার দর্শক আসেন৷ সাড়ে ছ'টায় জাদুঘর বন্ধ হলেও সব দর্শক বেরিয়ে যেতে আরও দশ থেকে পনেরো মিনিট সময় লাগে৷ 

 • Share this:

  #কলকাতা: একদিকে যখন পরের পর গুলি চালাচ্ছেন সিআইএসএফ-এর জওয়ান, তখন তার থেকে ঢিল ছোড়া দূরত্বে জাদুঘরের ভিতরে রয়েছেন বেশ কিছু দর্শক৷ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কলকাতা জাদুঘরেরই এক কর্মী৷ এ দিনের ঘটনার পর জাদুঘরের দর্শক এবং কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন জাদুঘরের কর্মী সংগঠনের সদস্যরা৷

  এ দিন সন্ধ্যায় আচমকাই কিড স্ট্রিটে ভারতীয় যাদুঘর চত্বরে নিজের সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সিআইএসএফ-এর হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্র৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সিআইএসএফ-এর এএসআই আর কে সারেঙ্গির৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুবীর ঘোষ নামে জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদমর্যাদার এক অফিসার৷

  আরও পড়ুন: জাদুঘরের কাছে অন্তত ১৫ রাউন্ড গুলি, দেড় ঘণ্টার অপারেশন, অবশেষে আটক হামলাকারী

  এরই মধ্যে জাদুঘরের কর্মচারী সমিতির সম্পাদক অশোক ত্রিপাঠী চাঞ্চল্যকর দাবি করে বলেন, ঘটনার সময় খোলা ছিল জাদুঘর ভিতরে দর্শকও ছিলেন৷ ফলে বারাক চত্বরে না হয়ে এই গুলি চালানোর ঘটনা জাদুঘরের ভিতরে হলে কী হত, তা ভেবেই আঁতকে উঠছেন অনেকে৷ যদিও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি৷

  কর্মী সংগঠনের ওই নেতার দাবি, গড়ে প্রতিদিন জাদুঘরে দশ হাজার দর্শক আসেন৷ সাড়ে ছ'টায় জাদুঘর বন্ধ হলেও সব দর্শক বেরিয়ে যেতে আরও দশ থেকে পনেরো মিনিট সময় লাগে৷

  সুবীর ঘোষ নামে জাদুঘরের যে কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর ডান হাতে গুলি লেগেছে বলে খবর৷ একে ৪৭ রাইফেল থেকে অভিযুক্ত জওয়ান গুলি চালিয়েছেন বলে প্রাথমিক ভাবে খবর৷ প্রায় এক ঘণ্টার চেষ্টায় অনেক বুঝিয়ে ওই জওয়ানকে গ্রেফতার করে পুলিশ৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Indian Museum

  পরবর্তী খবর