CM Mamata Banerjee: 'ভোট মিটলেও কেন্দ্রীয় মন্ত্রীরা এখনও বাংলায় কেন?' উসকানির অভিযোগ মমতার

Last Updated:

CM Mamata Banerjee বললেন, 'শপথের কয়েক ঘণ্টা পরেই বাংলায় এসেছে কেন্দ্রীয় দল। যখন অক্সিজেন, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না তখন তাঁরা আসছেন না কেন? দিল্লির অশান্তির পর কেন কেন্দ্রীয় দল পাঠানো হয় না?'

খুলছে হোটেল রেস্তোরাঁ
খুলছে হোটেল রেস্তোরাঁ
#কলকাতা: রাজ্যে বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজে সামান্য ভোটে হেরেছেন বটে, কিন্তু গোটা রাজ্যে তৃণমূলকে জিতিয়েছেন ২১৩ আসনে। ভোটের শতকরা হারেও বিরাট জয় পেয়েছে তৃণমূল। কিন্তু ফল পরবর্তী বাংলায় রাজনৈতিক অশান্তির আগুন জ্বলছে নানা জায়গায়। প্রাণহানীর ঘটনাও ঘটছে। আর তা নিয়েই কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে মুখ্যমন্ত্রী পদে মমতা তৃতীয় বার শপথ নিতে না নিতেই। রাজ্যপালকে নরেন্দ্র মোদির ফোন, রাজ্য ও রাজ্যপালের কাছে রিপোর্ট তলব, সর্বোপরি হঠাৎই কেন্দ্রীয় দলের রাজ্যে আগমন সেই সংঘাতকে সপ্তমে নিয়ে গিয়েছে। আর সেই সূত্রেই বৃহস্পতিবার নবান্ন থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'শপথের কয়েক ঘণ্টা পরেই বাংলায় এসেছে কেন্দ্রীয় দল। যখন অক্সিজেন, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না তখন তাঁরা আসছেন না কেন? দিল্লির অশান্তির পর কেন কেন্দ্রীয় দল পাঠানো হয় না?'
এরপরই ভোট মিটে যাওয়ার পরও রাজ্যে ঘাঁটি গেড়ে থাকা কেন্দ্রীয় মন্ত্রীদের দিকেও তোপ দাগেন মমতা। প্রশ্ন তোলেন, 'কেন কেন্দ্রীয় মন্ত্রীরা এখনও বাংলায়?' সেইসঙ্গেই মমতার হুঁশিয়ারি, কেন্দ্রীয় মন্ত্রীর যেন অকারণ প্ররোচনা না দেন।
রাজ্যের হিংসার ঘটনা প্রসঙ্গেও মমতা এদিন অভিযোগের আঙুল তুলেছেন শুধু বিজেপির দিকেই। মুখ্যমন্ত্রীর কথায়, 'কোচবিহারেই সবথেকে বেশি হিংসা হচ্ছে। আমাদের উদয়ন গুহর হাত ভেঙে দেওয়া হয়েছে। সমস্ত কিছু আমরা খতিয়ে দেখছি। বিজেপি আসলে মানুষের রায় মেনে নিতে পারছে না। তাই ওরা গন্ডগোল করছে। আমি ওদের বলব, মানুষের রায় মেনে নিন।'
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, বাংলায় ভোট পরবর্তী অশান্তি (Violence after Bengal Election) নিয়ে কেন্দ্রের 'অতি সক্রিয়তা' নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের পরিস্থিতি নিয়ে তদন্ত করতে চার সদস্যের একটি দল গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার সেই দলের সদস্যরা কলকাতায় আসেন। নবান্নে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তাঁরা। অতিরিক্ত সচিব পর্যায়ের অফিসার ওই দলকে নেতৃত্ব দিচ্ছেন। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর রাজ্যের যেসব প্রান্ত থেকে গন্ডগোলের খবর আসছে, সেই এলাকা তাঁরা ঘুরেও দেখবেন বলে জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee: 'ভোট মিটলেও কেন্দ্রীয় মন্ত্রীরা এখনও বাংলায় কেন?' উসকানির অভিযোগ মমতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement