হাসপাতাল চত্বরে বিশাল চন্দ্রবোড়া সাপ! আতঙ্কে এনআরএসে হুড়োহুড়ি রোগীদের
- Published by:Suman Majumder
Last Updated:
সকালে হাসপাতাল চত্বরের একটি বাগান পরিষ্কার করতে গিয়ে কর্মীদের সন্দেহ হয় বিপদের।
#কলকাতা: প্রতিদিনের মতোই রোগী নিয়ে ব্যস্ত ছিল নীল রতন সরকার হাসপাতাল চত্বর। হঠাত্ একটি চন্দ্রবোড়া সাপ দেখে আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দিলেন রোগী ও তাঁদের আত্মীয়রা। সকালে হাসপাতাল চত্বরের একটি বাগান পরিষ্কার করতে গিয়ে কর্মীদের সন্দেহ হয় বিপদের। এর পর বাগান পরিস্কার থেকে গাছ কাটার মতো বিভিন্ন কাজে মগ্ন থাকার মধ্যেই হঠাৎ একটি আওয়াজে সন্দেহ আরও বাড়ে এক কর্মী চন্দন রায়ের। সেই কর্মীর কানে একটি আওয়াজ আসে। সেই শব্দের সঙ্গে ঐ সাফাই কর্মী অনুভব করেন পায়ের কাছে কোনও কিছু তাঁকে যেন ঠেলছে। পায়ের কাছে দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ। মোটা বড় জুতোয় ধাক্কা দিচ্ছে একটি চন্দ্রবোড়া সাপ।
সেই কর্মী চন্দন দৌড়ে প্রাণ ভয়ে হাসপাতালে অন্য জায়গায় পালানো মাত্রই শুরু হয় অন্য রোগীর পরিবারদের মধ্যে আতঙ্ক। সেই কথা অন্য রোগীর পরিবারের কানে যেতেই রীতিমতো হুড়োহুড়ি শুরু হয় হাসপাতাল চত্বরে। ওই কর্মীরা নিদিষ্ট দফতরে ফোন করে জানিয়ে দেন পুরো ঘটনার কথা। সেই ঘটনার সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয় এই ধরনের বিপদের সঙ্গে কাজ করা কার্যত অসম্ভব। এই খবর পাওয়া মাত্রই ওই সরকারি প্রকল্পের একটি দফতরের আধিকারিক সুকান্ত পাল এসে পুরো বিষয়টি দেখার পরেই কথা বলেন কর্মীদের সঙ্গে।
advertisement
কর্মীদের মুখে সাপের আতঙ্কের কথা শুনে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। যদিও বলে দেওয়া হয়, এই ঘটনার পরে কাজ করা তখনই সম্ভব যখন সাপ নেই বলে বন দফতর স্পষ্ট করবে। ওই কর্মী চন্দন রায় বলেন, ''আর একটু হলেই বিষধর সাপের কামড়ে প্রাণটাই যেত।'' এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবারের সদস্যরা জানান, সকালে বলে দেখা গেল, রাতের অন্ধকার হলে তো কামড়েই দিত! অন্য একজন রোগী আত্মীয় বলেন, রাতে দিকে এখানে ঘুমোতে হয়, এরপর আর ঘুমই আসবে না। যদিও স্বাস্থ্য দফতর থেকে জানানো হয় বন দফতরকে। সেই দফতরের অফিসার এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপ হাসপাতাল চত্বর থেকে নিয়ে যাওয়া হলেও আতঙ্ক এখনও পিছু ছাড়েনি হাসপাতালে থাকা রোগীর পরিবারের সদস্যদের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2021 10:27 PM IST