#হাওড়া: ডেঙ্গি, ম্যালেরিয়া রুখতে অভিনব উদ্যোগ হাওড়া পুরসভার। রোগ প্রতিরোধে সাফাই অভিযান ও সচেতনতামূলক প্রচার তো ছিলই। মশার দাপট ঠেকাতে এবার এলাকার জলাশয়, নর্দমায় গাপ্পি মাছ ছাড়ল পুরসভা। বর্ষার জমা জলে মশার লার্ভা। তার জেরেই ডেঙ্গির মতো রোগ ছড়ানোর ভয়। সেই আতঙ্ক হাওড়া পুরসভায়।
- ২০১৬ সালে হাওড়া পুরসভার প্রায় ২০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হন
রোগ দমনে তাই আগে থেকেই সাফাই অভিযান বা সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পুরসভা। একইসঙ্গে, জমা জলে মশার বংশ ধ্বংস করতে এবার ছাড়া হচ্ছে গাপ্পি মাছও। পুরসভা সূত্রে খবর, জলাশয়ে ৯৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হবে ৷ পুরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশের ক্ষতি হবে না। সেইসঙ্গে গাপ্পিতেই রোখা যাবে মশাবাহিত রোগ।
আরও পড়ুন: হ্যাক করা হল সোমেন মিত্রের ফেসবুক প্রোফাইল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।