পুজোয় সতর্ক মেট্রো কর্তৃপক্ষ, প্রতিটি স্টেশনে কড়া নিরাপত্তা

Last Updated:

যে কোনও রকমের আপৎকালীন পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্টেশনে মোতায়েন থাকবে পাঁচটি ক্যুইক  রেসপন্স টিম ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

পুজোয় কড়া নিরাপত্তা মেট্রো স্টেশনজুড়ে
পুজোয় কড়া নিরাপত্তা মেট্রো স্টেশনজুড়ে
#কলকাতা: পুজোর সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে মেট্রো স্টেশনে। ভিড় হবে আঁচ করেই আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যে কোনও রকমের আপৎকালীন পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্টেশনে মোতায়েন থাকবে পাঁচটি ক্যুইক  রেসপন্স টিম ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
এছাড়াও, মেট্রোয় ভিড়ের মধ্যে মহিলাদের যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সে কারণে কামরার ভিতরে ও স্টেশন চত্বরে মোতায়েন থাকবে মহিলা আরপিএফ। স্টেশন ও কোচের মধ্যে যাতে যেকোনও রকম দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্য থাকবে আলাদা এস্কর্ট পার্টি। এছাড়াও স্নিফার ডগ ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন গ্যাজেট বা যন্ত্র দিয়ে মেট্রো স্টেশন ও কোচের ভিতরে তল্লাশি চালানো হবে।
advertisement
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ভাল' আলুর চপ খাওয়াতে চান সুকান্ত মজুমদার
যদি কোনও যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তার জন্য বিভিন্ন মেট্রো স্টেশনে থাকছে মেডিক্যাল বুথ। দমদম, শোভাবাজার-সুতানুটি ও কালীঘাট স্টেশনে করা হচ্ছে এই মেডিক্যাল বুথ। পাশাপাশি, যাত্রীদের সাহায্য করার জন্য মেট্রো স্টেশনে থাকবেন আধিকারিক ও কর্মীরাও। আগামিকাল ও শনিবার অন্তিম স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ পর্যন্ত। অন্যদিকে সপ্তমী থেকে নবমী পর্যন্ত বেলা ১টা থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর রেকে কোনওরকম যান্ত্রিক বিভ্রাট এড়াতে ছ’টি গুরুত্বপূর্ণ স্টেশনে সর্বক্ষণের জন্য টেকনিক্যাল স্টাফ রাখা হচ্ছে। দমদম, শোভাবাজার, শ্যামবাজার, এমজি রোড, কালীঘাট, টাালিগঞ্জ, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি সুভাষে থাকবেন তাঁরা। অন্যদিকে পরিস্থিতি বুঝে সেন্ট্রাল এবং গিরিশ পার্ক স্টেশনেও লোক থাকবেন।
advertisement
advertisement
যাত্রী নিরাপত্তায় সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ ঘুরবে ট্রেনে। পাশাপাশি মেট্রোর তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে আরও সচেতন হতে। কর্তৃপক্ষের বক্তব্য, কোনওভাবেই জোর করে মেট্রোয় উঠতে যাবেন না। এসকালেটরে ওঠার সময় সতর্ক হতেও বলা হচ্ছে। ভিড়ের চাপ সামাল দিতে এবার প্রবেশ নিয়ন্ত্রণের পথে হাঁটতে চলেছে তারা। মেট্রোর সিদ্ধান্ত প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীদের ভিড় খুব বেশি থাকলে স্মার্টগেট সাময়িক বন্ধ করা হবে। যাতে আর যাত্রী প্ল্যাটফর্মে নামতে না পারে। পাতালে জমাট বাঁধা ভিড় হালকা হলে তবেই নতুন যাত্রীদের প্রবেশাধিকার মিলবে।
advertisement
কালীঘাট, এমজি রোড, দমদম, শোভাবাজার, যতীন দাস পার্ক, নজরুলের মতো স্টেশনগুলোতে ভিড় মাত্রাতিরিক্ত হয়ে গেলে প্রধান গেটই বন্ধ করা হতে পারে। প্ল‌্যাটফর্ম ফাঁকা হলে ফের ঢুকতে দেওয়া হবে যাত্রীদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় সতর্ক মেট্রো কর্তৃপক্ষ, প্রতিটি স্টেশনে কড়া নিরাপত্তা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement