রবীন্দ্র সরোবর নিয়ে দিল্লিতে আজই গ্রিন ট্রাইবুনালে শুনানির সম্ভাবনা

Last Updated:
#কলকাতা: পরিবেশ আদালতে আজই উঠতে চলেছে রবীন্দ্র সরোবরের দূষণ ইস্যু ৷ পুরসভার নির্দেশ ছিল, আদালতের রায়ও ছিল রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষা করার ৷ তা সত্ত্বেও ছট পুজো চলাকালীন দূষণে ভরে ওঠে রবীন্দ্র সরোবর চত্বর ৷
গত শনিবার থেকে আদালতের নির্দেশ না মেনেই ছট পুজো হয় রবীন্দ্র সরোবরে ৷ আদালতের নির্দেশ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয় প্রশাসন ৷ এর ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরিবেশবিদরা ৷ এর ফলে পরিবেশ আদালতে সরোবর নিয়ে জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা ৷ আজ দিল্লিতে গ্রিন ট্রাইবুনালে বেলা ৩টেয় শুনানির সম্ভাবনা ৷
advertisement
আদালতের রায়ও পক্ষে থাকলেও রক্ষা করা যায়নি রবীন্দ্র সরোবরের পরিবেশকে ৷ প্রতি বছরের মতোই এবারেও দূষিত হয়েছে রবীন্দ্র সরোবর ৷ রাতভর পুজো, ব্যান্ড পার্টি, শব্দবাজির মধ্যেই ধূমধাম করে পালিত হয়েছে ছট ৷
advertisement
গ্রিন ট্রাইব্যুনালের রায়ে এ বছর ছট পুজো নিষিদ্ধ হয়েছিল রবীন্দ্র সরোবরে ৷ সেই মতো গত শুক্রবার থেকেই সরোবরের সমস্ত গেটে কেএমডিএ-র নোটিশ ঝুলিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় ৷ কিন্তু শনিবার সকাল থেকেই গেটে গেটে বিক্ষোভ দেখাতে থাকেন একদল মানুষ ৷ কেএমডিএ-র নোটিশ ছিঁড়ে, গেটের তালা ভেঙে সরোবরে প্রবেশ করেন তাঁরা ৷ বিক্ষোভকারীদের দাবি, প্রতি বছরের মতো রবীন্দ্র সরোবরেই করতে দিতে হবে ছট পুজো ৷ সেই মতোই শনি-রবি সারাদিন ধরে সরোবরের মধ্যে চলে পুজো ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
রবীন্দ্র সরোবর নিয়ে দিল্লিতে আজই গ্রিন ট্রাইবুনালে শুনানির সম্ভাবনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement