#কলকাতা: পরিবেশ আদালতে আজই উঠতে চলেছে রবীন্দ্র সরোবরের দূষণ ইস্যু ৷ পুরসভার নির্দেশ ছিল, আদালতের রায়ও ছিল রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষা করার ৷ তা সত্ত্বেও ছট পুজো চলাকালীন দূষণে ভরে ওঠে রবীন্দ্র সরোবর চত্বর ৷গত শনিবার থেকে আদালতের নির্দেশ না মেনেই ছট পুজো হয় রবীন্দ্র সরোবরে ৷ আদালতের নির্দেশ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয় প্রশাসন ৷ এর ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরিবেশবিদরা ৷ এর ফলে পরিবেশ আদালতে সরোবর নিয়ে জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা ৷ আজ দিল্লিতে গ্রিন ট্রাইবুনালে বেলা ৩টেয় শুনানির সম্ভাবনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Green tribunal, Pollution, Rabindra Sarobar