হোম /খবর /কলকাতা /
রবীন্দ্র সরোবর নিয়ে দিল্লিতে আজই গ্রিন ট্রাইবুনালে শুনানির সম্ভাবনা

রবীন্দ্র সরোবর নিয়ে দিল্লিতে আজই গ্রিন ট্রাইবুনালে শুনানির সম্ভাবনা

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: পরিবেশ আদালতে আজই উঠতে চলেছে রবীন্দ্র সরোবরের দূষণ ইস্যু ৷ পুরসভার নির্দেশ ছিল, আদালতের রায়ও ছিল রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষা করার ৷ তা সত্ত্বেও ছট পুজো চলাকালীন দূষণে ভরে ওঠে রবীন্দ্র সরোবর চত্বর ৷গত শনিবার থেকে আদালতের নির্দেশ না মেনেই ছট পুজো হয় রবীন্দ্র সরোবরে ৷ আদালতের নির্দেশ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয় প্রশাসন ৷ এর ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরিবেশবিদরা ৷ এর ফলে পরিবেশ আদালতে সরোবর নিয়ে জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা ৷ আজ দিল্লিতে গ্রিন ট্রাইবুনালে বেলা ৩টেয় শুনানির সম্ভাবনা ৷আদালতের রায়ও পক্ষে থাকলেও রক্ষা করা যায়নি রবীন্দ্র সরোবরের পরিবেশকে ৷ প্রতি বছরের মতোই এবারেও দূষিত হয়েছে রবীন্দ্র সরোবর ৷ রাতভর পুজো, ব্যান্ড পার্টি, শব্দবাজির মধ্যেই ধূমধাম করে পালিত হয়েছে ছট ৷গ্রিন ট্রাইব্যুনালের রায়ে এ বছর ছট পুজো নিষিদ্ধ হয়েছিল রবীন্দ্র সরোবরে ৷ সেই মতো গত শুক্রবার থেকেই সরোবরের সমস্ত গেটে কেএমডিএ-র নোটিশ ঝুলিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় ৷ কিন্তু শনিবার সকাল থেকেই গেটে গেটে বিক্ষোভ দেখাতে থাকেন একদল মানুষ ৷ কেএমডিএ-র নোটিশ ছিঁড়ে, গেটের তালা ভেঙে সরোবরে প্রবেশ করেন তাঁরা ৷ বিক্ষোভকারীদের দাবি, প্রতি বছরের মতো রবীন্দ্র সরোবরেই করতে দিতে হবে ছট পুজো ৷ সেই মতোই শনি-রবি সারাদিন ধরে সরোবরের মধ্যে চলে পুজো ৷

    First published:

    Tags: Green tribunal, Pollution, Rabindra Sarobar