Private Hospitals in Bengal: ভেলোরে চিকিৎসার খরচ কম কীভাবে? রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে শিখতে বলল কমিশন

Last Updated:

স্বাস্থ্য কমিশনের এই অভিযোগ এবং সিদ্ধান্তের প্রতিবাদ করা হয়েছে অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে (Private Hospitals in Bengal)৷

#কলকাতা: রাজ্যের নামজাদা বেসরকারি হাসপাতালগুলিতে দীর্ঘমেয়াদী চিকিৎসা করানো মানেই রোগীর পরিবারের সর্বস্বান্ত হওয়ার অবস্থা৷ এমন অভিযোগ বহু ক্ষেত্রেই ওঠে৷ অতিরিক্ত বিল করার অভিযোগ বন্ধ করতে ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিক্ষা নিক রাজ্যের বেসরকারি হাসপাতালগুলি৷ এমনই মত রাজ্য স্বাস্থ্য কমিশনের৷ জটিল চিকিৎসাতেও রোগীর পরিবারের উপর চাপ না বাড়িয়ে কীভাবে বিল নিয়ন্ত্রণে রাখা যায়, সেই শিক্ষা দিতে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে ভেলোরের ওই নামজাদা হাসপাতালের বিলও পাঠানো হচ্ছে স্বাস্থ্য কমিশনের তরফে৷ যদিও স্বাস্থ্য কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় রাজ্যের বেসরকারি হাসপাতালদের সংগঠন৷
গত এপ্রিল মাসে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের বাসিন্দা বিকাশ চন্দ্র মণ্ডল৷ ৪৭ বছর বয়সি বিকাশ চন্দ্র মণ্ডলকে প্রথমে ব্যারাকপুরের সরকারি বি এন বসু হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে প্রথমে বারাসতের নারায়ণা এবং তার পর ই এম বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই ব্যক্তিকে৷ বিকাশবাবুর পরিবারের অভিযোগ, দশ দিনে ফর্টিস হাসপাতালে বিল দাঁড়ায় ৪ লক্ষ ৯৭ হাজার টাকা৷ বিকাশবাবুর চোটগ্রস্ত পায়ে গ্যাংগ্রিনও হয়ে যায়৷ এমন কি, পা বাদ দিতে হতে পারে বলে পরিবারকে জানানো হয় হাসপাতালের তরফে৷
advertisement
এর পরই হাসপাতালে মুচলেকা দিয়ে বিকাশবাবুকে ফর্টিস হাসপাতাল থেকে ছাড়িয়ে ভেলোরে নিয়ে যায় তাঁর পরিবার৷ সেখানে ক্রিশ্চান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ ১৯ দিন ভেলোরের ওই হাসপাতালে চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়ে ওঠেন বিকাশ চন্দ্র মণ্ডল৷ ১৯ দিনে হাসপাতালের মোট বিল দাঁড়ায় ১ লক্ষ ১৯ হাজার টাকা৷
advertisement
কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বিপুল ব্যয় এবং প্রত্যাশিত ফল না পাওয়ার ঘটনা উল্লেখ করে স্বাস্থ্য কমিশনের নজরে আনে বিকাশবাবুর পরিবার৷ এই ঘটনার উদাহরণকে সামনে রেখেই রাজ্যের বড় বড় বেসরকারি হাসপাতালগুলির অতিরিক্ত বিল তৈরির প্রবণতায় রাশ টানতে উদ্যোগী হয়েছে কমিশন৷ ভেলোরের ওই হাসপাতাল বিকাশবাবুর চিকিৎসার খরচ বাবদ যে বিল তাঁর পরিবারকে দিয়েছে, তারই কপি এবার রাজ্যের সব বড় বড় বেসরকারি হাসপাতালে পাঠাচ্ছে কমিশন৷ স্বাস্থ্য কমিশন চায়, কীভাবে জটিল চিকিৎসার বিলও নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তা ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজের থেকে শিখুক এ রাজ্যের বেসরকারি হাসপাতালগুলি৷
advertisement
যদিও স্বাস্থ্য কমিশনের এই অভিযোগ এবং সিদ্ধান্তের প্রতিবাদ করা হয়েছে অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে৷ সংগঠনের তরফে সভাপতি রূপক বড়ুয়া বিবৃতি দিয়ে দাবি করেছেন, ভেলোরের সিএমসি হাসপাতাল চালায় একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে চলে৷ ফলে কর্পোরেট হাসপাতালের সঙ্গে তাদের আর্থিক কাঠামোর ফারাক রয়েছে৷ বেসরকারি হাসপাতাগুলির সংগঠনের আরও দাবি, দক্ষিণ ভারত বা ভারতের অন্যান্য অংশের বেসরকারি হাসপাতালগুলির তুলনায় এ রাজ্যের বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ অনেকটাই কম৷ কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রোগীদের থেকে অতিরিক্ত বিল আদায়ের অপপ্রচার চলছে, যা মানুষের মধ্যে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করছে৷ রোগীর পরিবারের আস্থা বৃদ্ধিতে পাল্টা সরকারি কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে বেসরকারি হাসপাতালগুলির এই সংগঠন৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Private Hospitals in Bengal: ভেলোরে চিকিৎসার খরচ কম কীভাবে? রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে শিখতে বলল কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement