‘‘ স্কুলে অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন প্রিন্সিপাল... ! ’’ অভিযোগ নির্যাতিত ছাত্রীর বাবার

Last Updated:

জিডি বিড়লা স্কুলে অভিভাবকদের বিক্ষোভ অব্যাহত ৷

#কলকাতা:  জিডি বিড়লা স্কুলে অভিভাবকদের বিক্ষোভ অব্যাহত ৷ আজ, শনিবারও পোস্টার, ব্যানার নিয়ে আন্দোলনে নেমেছেন অভিভাবকরা ৷ তাঁদের দাবি, ‘‘ আমরা লড়াই, ঝগড়া, অশান্তি চাই না ৷ শান্তিপূর্ণ পথে আন্দোলন চালাতে চাই ৷ জিডি বিড়লায় বন্ধ হোক অ্যাডমিশন ৷ ’’
স্কুলের শৌচাগারে চার বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় এখন উত্তাল রাণীকুঠির জিডি বিড়লা স্কুল চত্বর ৷ ছবি দেখে আইনজীবী ও পুলিশের সামনে দুই অভিযুক্ত শিক্ষককে শনাক্ত করে নির্যাতিত শিশুটি। শিক্ষকদের ছবি দেখেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। জিডি বিড়লার ঘটনায় মেডিক্যাল টেস্টেও নির্যাতনের প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তে নির্যাতিত ছাত্রীর জামা-কাপড়ের ফরেনসিক পরীক্ষা করা হবে।
advertisement
নির্যাতিত ছাত্রীর বাবা জানিয়েছেন, ‘‘ শুধু আমার মেয়ের জন্য এই লড়াই নয় ৷ জিডি বিড়লার সব ছাত্রীদের জন্যই এই লড়াই ৷ স্কুলে অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন প্রিন্সিপাল ৷ ঘটনার পরেও তথ্য গোপন করছেন তিনি ৷ ’’
advertisement
চকোলেটের লোভ দেখিয়ে নার্সারির ছাত্রীর যৌন নির্যাতন। পিটি শিক্ষকদের যৌন লালসার শিকার চার বছরের ছাত্রী। জিডি বিড়লার ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে ছাত্রীটি চিহ্নিত করার পরই গ্রেফতার করা হয়েছে ওই দু’জনকে। আইনজীবীর সামনে এই ছাত্রীকে চার পিটি শিক্ষকের ছবি দেখানো হয়। নির্যাতিতা ছাত্রী অভিযুক্তদের শনাক্ত করেছে। ওই দুই শিক্ষক তাকে নির্যাতন করেছ বলে পুলিশকে জানায় ওই ছাত্রী। দুই শিক্ষকের ছবি দেখেই আতঙ্কির হয়ে পড়ে সে।
advertisement
শারীরিক পরীক্ষায় নির্যাতিতা ছাত্রীর উপর প্রাথমিকভাবে নির্যাতনের প্রমাণ মিলেছে। ঘটনাস্থল অর্থা‍ৎ শৌচাগার ও সংলগ্ন এলাকায় কোনও সিসিটিভি ছিল না। ফলে তদন্তে পারিপার্শিক প্রমাণই ভরসা পুলিশের। তাই ফরেনসিক পরীক্ষার জন্য নির্যাতিতা ছাত্রীর জামা-কাপড় সংগ্রহ করা হয়েছে।
তদন্তে যে বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ তা হল:-
- বৃহস্পতিবার নার্সারির এই ছাত্রীর পিটি ক্লাস ছিল
advertisement
- স্কুলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
- অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে তাকে দেখা গেছিল কিনা ? তা খতিয়ে দেখা হচ্ছে  ৷ ভিযুক্তদের এখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘ স্কুলে অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন প্রিন্সিপাল... ! ’’ অভিযোগ নির্যাতিত ছাত্রীর বাবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement