#কলকাতা: ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল৷ সরকারি সব স্তরে তৎপরতা ছিল তুঙ্গে তবে সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা অত্যন্ত প্রসংশনীয়,জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বুলবুল মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র সংস্থার একযোগে কাজের ফলে অনেক ক্ষতি থেকে বাঁচানো সম্ভব হয়েছে বলেও মত রাজ্যপালের৷ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজে সাহায্য করা হবে, আশ্বস্ত করেছেন তিনি৷ বুলবুল বিদ্ধস্ত এলাকায় অসহায় মানুষদের সাহায্যের জন্য বিভিন্ন সংগঠনদের এগিয়ে আসার আবেদন করেছেন ধনখড়৷
@MamataOfficil. While in all coastal districts of #WestBengal and Indian Navy, West Bengal Police and Coast Guard have monitoring the situation and State has taken measures , there has been suffering. Time even for NGOs to step in for humanitarian assistance.#BulBulCyclone
তিনি আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী নিজে থেকে রাতভর তদারকি করেছেন, যা অত্যন্ত উল্লেখযোগ্য৷ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয় বলেই মত ধনখড়ের৷ কেন্দ্র-রাজ্যে যে সমন্বয় বজায় রেখে কাজ করেছে, তাতে মানুষের উপকার হয়েছে, মত রাজ্যপালের৷ তিনি বলেছেন যে উপকূলবাহিনী, নৌবাহিনী প্রথম থেকেই সতর্ক ছিল৷ ফলে কোনও সমস্যা হয়নি৷ এর পাশাপাশি এনডিআরএফ এর কথাও উল্লেখ করেছেন তিনি৷ তাঁর মতে কেন্দ্র-রাজ্য এইভাবে একসঙ্গে কাজ করলে কাজ করার পথ প্রসারিত হবে৷