'আপনি করোনা মোকাবিলায় ব্যর্থ' শুক্রবার মুখ্যমন্ত্রীকে ফের চিঠি দিলেন রাজ্যপাল
- Published by:Pooja Basu
Last Updated:
শুক্রবার এর পাঠানো চিঠিতে রাজ্যপাল বলেছেন 'করোনা মোকাবিলায় আপনি ব্যর্থ। কৌশলে আপনি দৃষ্টি ঘোরাচ্ছেন। আপনি সংখ্যালঘু তোষণ করছেন।'
#কলকাতা: মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন একটি চিঠি। তার উত্তরে দুটো চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে ব্যর্থ বলে রাজ্যপাল তাঁর পাঠানো চিঠিতে লিখেছিলেন। শুক্রবার তাঁর পাঠানো দ্বিতীয় চিঠিতে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ব্যর্থ বলে সরাসরি উল্লেখ করলেন রাজ্যপাল। শুধু তাই নয় শুক্রবারের পাঠানো চিঠিতে ৩৭ টি পয়েন্ট উল্লেখ করেছেন রাজ্যপাল। শুক্রবারের পাঠানো চিঠিতে শুধু করোনা প্রসঙ্গ ই নয়,রাজ্যে এর আগে ঘটে যাওয়া একাধিক প্রসঙ্গ কে তুলে এনে মুখ্যমন্ত্রী কে লিখেছেন রাজ্যপাল।
Sent response @MamataOfficial to her communication.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 24, 2020
Hope good sense prevails now and all move in togetherness to deal with the challenges state is facing so that people in deep distress get some solace.
advertisement
advertisement
শুক্রবার এর পাঠানো চিঠিতে রাজ্যপাল বলেছেন "করোনা মোকাবিলায় আপনি ব্যর্থ। কৌশলে আপনি দৃষ্টি ঘোরাচ্ছেন। আপনি সংখ্যালঘু তোষণ করছেন। আপনাকে নিজাম উদ্দিন এর ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আপনি বলেছিলেন এই প্রশ্ন সাম্প্রদায়িক প্রশ্ন। যা একেবারেই আমার কাছে গ্রহণযোগ্য নয়। আপনি আপনার অন্তরাত্মার কথা শুনুন। আপনি আইনের ঊর্ধ্বে নন। সুপ্রিম কোর্ট ও তাই বলে। আপনি সংবিধান অবমাননা করেছেন।"
advertisement
তবে শুধু করোনা মোকাবিলা বা কেন্দ্রীয় প্রতিনিধি আসার প্রসঙ্গ নিয়ে রাজ্যপাল তার পাঠানো চিঠিতে সীমাবদ্ধ রাখেননি। শুক্রবার এর পাঠানো চিঠিতে কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ তুলে আনলেন রাজ্যপাল। তিনি চিঠিতে এও বলেন "CAA নিয়ে আপনি গণভোটের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রসংঘকে।" বিধানচন্দ্র রায়ের প্রসঙ্গ তুলে রাজ্যপাল তার পাঠানো চিঠিতে লেখেন " এই বাংলা বিধান চন্দ্র রায় কে দেখেছে। ওনার মত মুখ্যমন্ত্রী হতে পারতেন। যে রাজ্যে রেশন কেলেঙ্কারি হয়না। যে রাজ্যে জনতার টাকা লুঠ হয় না।"
advertisement
Initial Response @MamataOfficial. Final one tomorrow. People need to know all. State and people cannot be made to suffer at the hands of those who compromise constitutional prescriptions. None is above Law. pic.twitter.com/FA3jIFpipy
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 23, 2020
advertisement
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে সরাসরি আক্রমণ করেন রাজ্যপাল। তিনি বলেন " আপনি তথ্য লুকাচ্ছেন। কেন্দ্রীয় দল এ রাজ্যে কাজ করতে পারছে না। আপনি চিঠিতে আম্বেদকর এর কথা বলছেন। আবার সংবিধানকে আপনি অবজ্ঞা করছেন। এর থেকে বড় পরিহাস হয়না। আপনার চিঠিতে অপ্রাসঙ্গিক অজুহাত আছে। সেগুলি আপনার ব্যর্থতা ঠেকাতে চিঠিতে অজুহাত দিয়েছেন। মাইক,ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী কে মানায় না।" যদিও মুখ্যমন্ত্রীকে শুক্রবার পাঠানো তার চিঠিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। চিঠির একদম শেষ পর্বে তিনি লেখেন " আপনি জানবেন রাজভবনে আপনার একটি বন্ধু আছে যে মানুষের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যানে।"শুক্রবার দ্বিতীয় দফার চিঠি পাঠানোর প্রসঙ্গ এদিন টুইট করে জানান রাজ্যপাল জগদীপ ধনখর। টুইট করে মুখ্যমন্ত্রী কে শুক্রবার দ্বিতীয় দফার চিঠি পাঠানোর কথা জানান তিনি।
advertisement
দেখুন সেই চিঠি----




advertisement










কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2020 1:41 PM IST