'শক্ত থাকুন, ন্যায় বিচার পাবেন', আরজি করে নির্যাতিতার বাবা-মাকে ফোন রাজ্যপালের

Last Updated:

CV Anand Bose- "শক্ত থাকুন। আমাদের যতদূর যাওয়ার যাব। ন্যায় বিচার পাবেন।" আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া তরুনীর মা-বাবাকে ফোন করে এভাবেই সমবেদনা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস।

রাজ্যপাল সিভি আনন্দ বোস
রাজ্যপাল সিভি আনন্দ বোস
উত্তর ২৪ পরগনা: “শক্ত থাকুন। আমাদের যতদূর যাওয়ার যাব। ন্যায় বিচার পাবেন।” আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া তরুনীর মা-বাবাকে ফোন করে এভাবেই সমবেদনা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস।
নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসবেন বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে দিল্লি থেকেই ফোনে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ড: বোস।
ইতিপূর্বেই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন নির্যাতিতার বাড়িতে। এবার রাজ্যপালের তরফ থেকেও ফোন আসায় কিছুটা হলেও ন্যায্য বিচার পাওয়ার আশা প্রকাশ করছে নির্যাতিতার পরিবার।
advertisement
আরও পড়ুন- আরজি করে সেন্ট্রাল ফোর্স! আপত্তি নেই তৃণমূলের, ‘ওদের বাহিনীই সামলাক’ বললেন কুণাল
পরিবারের তরফ থেকে নির্যাতিতার বাবা জানান, “গোটা দেশ আমাদের সঙ্গে আছে, এমনকী গোটা বিশ্বেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমি সকলকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি।”
advertisement
সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পুরো বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে মৃতার বাবা বলেন, আরজি করে সিআইএসএফ মোতায়েন নিয়ে আমি এখন কোনও কথা বলব না। যেহেতু এটি বিচারাধীন বিষয়।
মৃতার মরদেহ দাহ করার প্রায় তিন ঘন্টা পর এফআইআর করা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘শীর্ষ আদালত নিশ্চয়ই দেখবে যে এফআইআর করতে কেন দেরি হল! ইতিমধ্যেই আদালতের তরফ থেকে কলেজের প্রিন্সিপালকে কৈফিয়ত তলব করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- কেন ‘সেমিনার হলে’ ঘুমোতে গিয়েছিলেন তরুণী চিকিৎসক…? CBI তদন্তে চাঞ্চল্যকর তথ্য
ওইদিন তাদের তরফে বিকেল পাঁচটার সময় এফআইআর করা হলেও কিন্তু পুলিশের তরফ থেকে কখন সেটিকে দেখানো হয়েছে সেটা তারাই বলতে পারবেন বলে দাবি করেন নির্যাতিতার পরিবার। আন্দোলনকারীদের উপর রাজ্য সরকার যাতে বল প্রয়োগ না করে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা নিয়েও আদালতকে স্বাগত জানিয়েছেন বাবা।
advertisement
আন্দোলন প্রত্যাহার নিয়ে সুপ্রিম কোর্টের তরফে যে আর্জি জানানো হয়েছে তা নিয়ে নির্যাতিতার বাবা বলেন, “নিশ্চয়ই কোনও একটি বিশেষ ভাবনা থেকে আদালত এই কথা বলেছে। আমি চাই আন্দোলন চলুক, তাছাড়া দেখা যাচ্ছে যে সকলেই আন্দোলন করছেন। ন্যায় বিচারের জন্য যারা ঝাঁপিয়ে পড়ছেন আমরা তাদের সঙ্গে আছি।”
নির্যাতিতার বাবা এদিন ফের একবার বলেন, ‘গোটা ঘটনায় তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা হয়েছে। আমি নই, গোটা দেশ সে কথা বলছে। হাসপাতালে প্রাক্তন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ যদি প্রমান লোপাটের চেষ্টা করে থাকেন তবে শাস্তি পাবেন। বলেছেন নির্যাতিতার বাবা।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'শক্ত থাকুন, ন্যায় বিচার পাবেন', আরজি করে নির্যাতিতার বাবা-মাকে ফোন রাজ্যপালের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement